সর্বনাম ১. সর্বনাম সম্পর্কে কোন উক্তিটি ভুল? বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়। কারকভেদে রূপের পরিবর্তন হয়৷ লিঙ্গভেদে রূপের পরিবর্তন হয়৷ বচনভেদে রূপের পরিবর্তন হয়৷ ২. সর্বনামকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ৭ ভাগে ৮ ভাগে ৯ ভাগে ১০ ভাগে ৩. ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ কোনগুলো? আমি, তুমি, আপনি এ, ও, উনি সবাই, সকলেই অন্য, অমুক ৪. নির্দেশক সর্বনামের উদাহরণ কোনগুলো? কেউ, কোথাও উনি, এগুলো কে, কাকে নিজেরা নিজেরা, পরস্পর ৫. নিচের কোন বাক্যে আত্মবাচক সর্বনামের ব্যবহার দেখা যাচ্ছে? ও আমার ছোট বোন। ঘরে এসে দেখি যে, দরজাটা খোলা। তারা নিজেরা নিজেরা ঘরের চাল মেরামত করে ফেলেছে। চেয়ারম্যান সাহেব নিজে কাজ তদারকি করেছেন। ৬. "ওরা পরস্পরের বন্ধু।" পরস্পর শব্দটি কোন শ্রেণির সর্বনাম? নির্দেশক সর্বনাম সংযোগবাচক সর্বনাম ব্যতিহার সর্বনাম অন্যবাচক সর্বনাম ৭. "যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল।" কোন সর্বনামের উদাহরণ? অনির্দিষ্ট সর্বনাম সংযোগবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম ব্যতিহার সর্বনাম ৮. পক্ষ বা পুরুষভেদে সর্বনাম কত প্রকার? ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৬ প্রকার কুইজ সমাপ্ত করুন