ভূমিকা ১. নিচের কোন উক্তিটি মিথ্যা? অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলা হয় শব্দ। শব্দ বাক্যে ব্যবহৃত হওয়ার সময় যে রূপ নেয়, তাকে বলা হয় পদ। শব্দ ও পদের মধ্যে ব্যবহারগত পার্থক্য নেই। বাক্যে ব্যবহৃত হওয়ার সময় ভাবকে স্পষ্ট করার জন্য শব্দের রূপ বা চেহারা বদলে যায়৷ ২. কোন উক্তিটি সঠিক নয়? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ ব্যবহারের জন্য বাক্যের প্রয়োজন হয়। পদে যেকোনো বিভক্তি যুক্ত হতে পারে৷ শব্দে কেবল শূন্য ও সপ্তমী বিভক্তি ব্যবহৃত হতে পারে। ৩. প্রচলিত ব্যাকরণে বাংলা ভাষার শব্দগুলোকে কয়টি শব্দশ্রেণি বা পদে ভাগ করা হয়? ৫ টি ৬ টি ৭ টি ৮ টি ৪. ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? ৫ ভাগে ৬ ভাগে ৮ ভাগে ৭ ভাগে ৫. প্রচলিত ব্যাকরণে নিচের কোন শব্দশ্রেণি আলাদা শ্রেণি হিসেবে গণ্য হয় নি? বিশেষ্য অনুসর্গ সর্বনাম ক্রিয়া ৬. প্রথাগত ব্যাকরণে নিচের কোন শব্দশ্রেণিটি পাওয়া যায়? ক্রিয়াবিশেষণ যোজক শব্দ আবেগ শব্দ ক্রিয়া ৭. প্রথাগত ব্যাকরণে অব্যয়ের একটি শ্রেণি হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। ব্যাকরণিক ভূমিকা অনুযায়ী এই শ্রেণির নাম কী? যোজক শব্দ অনুসর্গ আবেগ শব্দ পরসর্গ কুইজ সমাপ্ত করুন