তৎপুরুষ সমাস ১. নামঞ্জুর = নয় মঞ্জুর, কোন সমাসের উদাহরণ? নঞ্ তৎপুরুষ সাধারণ কর্মধারয় অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ ২. অনাচার = নেই আচার, কোন সমাসের উদাহরণ? নঞ্ তৎপুরুষ সাধারণ কর্মধারয় অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ ৩. অক্ষত = নয় ক্ষত, কোন সমাসের উদাহরণ? নঞ্ তৎপুরুষ সাধারণ কর্মধারয় অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ ৪. 'নাতিদীর্ঘ' এর ব্যাসবাক্য হবে কোনটি? অল্প দীর্ঘ যা দীর্ঘ যে নাতি নয় অতি দীর্ঘ যা ন অতি দীর্ঘ ৫. রোদে পোড়া কোন সমাসের উদাহরণ? সপ্তমী তৎপুরুষ সাধারণ কর্মধারয় অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ ৬. _____ বিভক্তি লোপ না পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। শূন্যস্থানে কোন শব্দটি হবে? পূর্বপদের পরপদের কোনো পদের উভয় পদের ৭. তিমিরবিদারী = তিমিরকে বিদীর্ণ করে যা, কোন সমাসের উদাহরণ সপ্তমী তৎপুরুষ উপপদ তৎপুরুষ অলুক তৎপুরুষ নঞ তৎপুরুষ ৮. ভেকধারী = ভেক ধারণ করে যে, কোন সমাসের উদাহরণ? সপ্তমী তৎপুরুষ সাধারণ কর্মধারয় অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ ৯. মধুকর = মধু করে যে, কোন সমাসের উদাহরণ? সপ্তমী তৎপুরুষ সাধারণ কর্মধারয় অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ ১০. রাজপথ শব্দটির ব্যাসবাক্য ও সমাস নির্ণয় করো। রাজার পথ, ষষ্ঠী তৎপুরুষ রাজ্যের পথ, ষষ্ঠী তৎপুরুষ রাজকীয় পথ, প্রথমা তৎপুরুষ পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ ১১. দেশপলাতক শব্দটির ব্যাসবাক্য ও সমাস কোনটি? দেশকে পলাতক, দ্বিতীয়া তৎপুরুষ দেশ দ্বারা পলাতক, তৃতীয়া তৎপুরুষ দেশ থেকে পলাতক, পঞ্চমী তৎপুরুষ দেশে পলাতক, সপ্তমী তৎপুরুষ ১২. প্রাণপ্রিয় = প্রাণের চেয়ে প্রিয়, কোন সমাসের উদাহরণ? তৃতীয়া তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ কুইজ সমাপ্ত করুন