বিশেষণ

বিশেষণ

১. যে ধরনের বিশেষণ বিশেষ্য অথবা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে কী বিশেষণ বলে?

  • নাম বিশেষণ
  • ভাব বিশেষণ
  • বিধেয় বিশেষণ
  • বিশেষ্য ও সর্বনামজাত বিশেষণ

২. নাম বিশেষণের প্রকারভেদ নয় কোনটি?

  • সংখ্যাবাচক
  • গুণবাচক
  • ক্রিয়াবাচক
  • অবস্থাবাচক

৩. ব্যুৎপত্তি অনুযায়ী বিশেষণ কয় শ্রেণির?

  • ২ শ্রেণির
  • ৪ শ্রেণির
  • ৩ শ্রেণির
  • ৫ শ্রেণির

৪. নিচের কোনটি ক্রিয়া বিশেষণের বিশেষণ?

  • আলিফ অত্যন্ত মেধাবী ছাত্র।
  • তনিমা বেশ ভালো নাচে।
  • তিনি অনেক চালাক লোক।
  • গোলাপটার রং খুব সুন্দর।

৫. ক্রিয়াজাত বিশেষণ কোনটি?

  • গরম চা
  • সোনালি ধান
  • ধিকিধিকি আগুন
  • জ্বলন্ত চুল্লি

৬. নিচের কোনটি ধ্বন্যাত্মক শব্দজাত বিশেষণ?

  • চলন্ত বাস
  • কোথাকার কে
  • চকচকে টাকা
  • দলীয় কর্মসূচি