দ্বন্দ্ব সমাস ১. বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? আদায়-কাঁচকলায় দুধে-ভাতে গোলাগুলি গুরু-শিষ্য ২. অনুগামী শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব কোনটি? ফুলটুল বাচ্চাকাচ্চা গাছ-গাছড়া বইটই ৩. বহুপদী দ্বন্দ্ব সমাস কোনটি? টক-ঝাল-মিষ্টি খেতে-খামারে চাকরবাকর আদায়-কাঁচকলায় ৪. অনুগামী শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব কোনটি? ফুলটুল বাচ্চাকাচ্চা গাছ-গাছড়া বইটই ৫. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব? সাহেব-বিবি-গোলাম গায়ে-গতরে আধাআধি আমাদের ৬. অনুকার শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস কোনটি? সাহেব-বিবি-গোলাম পথে-প্রবাসে ভয়-টয় তোমরা ৭. নিচের কোনটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সাহেব-বিবি-গোলাম পথে-প্রবাসে ইঁদুর-টিদুর তোমরা ৮. দ্বন্দ্ব সমাসের প্রক্রিয়ায় গঠিত সমাসবদ্ধ শব্দের বিভক্তি লোপ না পেলে তাকে কোন সমাস বলে? একশেষ দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব অনুকার দ্বন্দ্ব ৯. কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব? সন্তান-সন্ততি দেনাপাওনা ঝড়-বৃষ্টি চিঠিপত্র ১০. কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব? ছেলেমেয়ে দেশবিদেশ দা-কুমড়া নর-নারী ১১. কোনটি সমার্থক দ্বন্দ্ব? ডাক্তার-বৈদ্য আগা-গোড়া চাকরবাকর ধুতি-চাদর ১২. কোনটি সমার্থক দ্বন্দ্ব? হাত-পা হাট-বাজার মাসি-পিসি ধীরে-সুস্থে কুইজ সমাপ্ত করুন