গঠনগত রূপান্তর ১. "মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন।" মিশ্র বাক্যে রূপান্তর করলে? যদিওবা মন্ত্রের সাধন, তবুও শরীরের পাতন। মন্ত্রের সাধন হলে শরীরের পাতন হবে। হয় মন্ত্রের সাধন, নয়তো শরীরের পাতন। মন্ত্রের সাধন না হলে শরীরের পাতন হবে। ২. "এ গ্রামে একটি মসজিদ আছে, সেটি মোঘল আমলে নির্মিত হয়েছে।", জটিল বাক্যে রূপান্তরিত করলে নিচের কোনটি হবে? এ গ্রামে যে মসজিদ আছে, সেটি মোঘল আমলে নির্মিত হয়েছে। এ গ্রামের মসজিদটি মোঘল আমলে নির্মিত হয়েছে। যদিও এটি গ্রামের মসজিদ, তবুও এটি মোঘল আমলে নির্মিত। এটি একটি গ্রামীণ মসজিদ এবং এটি মোঘল আমলে নির্মিত। ৩. "যদিও তার ওজন কম, তবুও সে শক্তিশালী।", যৌগিক বাক্যে রূপান্তর করলে কোনটি হবে? যদিও সে শক্তিশালী, তার ওজন কম। শক্তিশালী হলেও তার ওজন কম। তার ওজন কম, কিন্তু সে শক্তিশালী। ওজন কম হলেও সে শক্তিশালী। ৪. "যদিও তাঁর টাকা আছে, তবুও তিনি কৃপণ।" যৌগিক বাক্যে রূপান্তর করলে - তাঁর টাকা আছে, কিন্তু তিনি কৃপণ। টাকা থাকার পরেও তিনি কৃপণ। তাঁর অনেক টাকা থাকলেও তিনি কৃপণ। তিনি টাকা থাকা সত্ত্বেও কৃপণ। ৫. " তিনি আমাকে ছাতা দিলেন এবং বাড়ি যেতে বললেন।", সরল বাক্যে রূপান্তর করলে কোনটি হবে? তিনি ছাতা দিয়ে বাড়ি যেতে বললেন। তিনি আমাকে ছাতা দিয়ে বাড়ি যেতে বললেন। তিনি আমাকে যে ছাতা দিলেন, সেটি নিয়ে বাড়ি গেলাম। তিনি ছাতা দিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিলেন। ৬. "সে মরবে, তবু এ কথা বলবে না।", সরল বাক্যে রূপান্তর করলে হয় - যদি তার মৃত্যুও হয়, তবুও সে এ কথা বলবে না। সে এ কথা বলবেই না। সে মরলেও এ কথা বলবে না। যদি সে এ কথা বলে, তার মানে সে মৃত। ৭. "তিনি আর নেই।" যৌগিক বাক্যে রূপান্তরিত হলে হয় - তিনি ছিলেন, কিন্তু এখন আর নেই। যদিও তিনি ছিলেন, এখন আর নেই। যদিও তিনি ছিলেন, পরে তিনি চলে গেছেন। যদিও তিনি ছিলেন, পরে তিনি চলে গেছেন। ৮. "পরিশ্রম করলে ফল পাবে।", বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে হবে - যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। পরিশ্রম করো, তবে ফল পাবে। ফল পেতে হলে পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করো, তাহলে ফল পাবে না। ৯. "প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য এখন থেকেই তোমার প্রস্তুতি নেওয়া উচিত।" - যৌগিক করলে কোনটি হবে? জয়লাভ করতে হলে এখন থেকেই তোমার প্রস্তুতি নেওয়া উচিত। যদি প্রতিযোগিতায় জয়ী হতে চাও, এখন থেকেই প্রস্তুতি নাও। তুমি যদি জয়ী হতে চাও, এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত হবে। তুমি যদি জয়ী হতে চাও, এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত হবে। ১০. "আমরা যখন পৌঁছলাম, ততক্ষণে জাহাজ ছেড়ে চলে গেছে।" এটিকে সরল বাক্যে রূপান্তর করলে কোনটি হবে? আমরা পৌঁছে জানলাম জাহাজ ছেড়ে চলে গেছে। আমরাও পৌঁছালাম, জাহাজও ছেড়ে চলে গেলো। জাহাজ ছেড়ে চলে গেলো এবং তারপর আমরা পৌঁছালাম। আমরা পৌঁছে গেলাম কিন্তু ততক্ষণে জাহাজ ছেড়ে চলে গেছে ১১. "যে বইটি আমি কিনেছি, সেটি খুব দামী।" বাক্যটির সরল রূপ কোনটি? একটি বই কিনেছি, কিন্তু সেটি খুব দামী। আমার কেনা বইটি খুব দামী। আমার কেনা বইটি খুব দামী। একটি বই কিনেছি এবং সেটি খুব দামী। একটি বই কিনেছি, যদিও সেটি খুব দামী। কুইজ সমাপ্ত করুন