বচনের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

বচনের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. নিচের কোনটি অশুদ্ধ?

  • অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  • অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে৷
  • অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  • অন্যান্য বিষয় পরে আলোচিত হবে।

২. কোন বাক্যটি সম্পূর্ণরূপে শুদ্ধ?

  • গতকালের সভায় সবাই উপস্থিত ছিলেন।
  • একাদশ শ্রেণিতে ৩৪ জন ছাত্রী আছে, তার মাঝে সারিকা সবচেয়ে বিনয়ী।
  • কেবলমাত্র এ কয়টি টাকা দিলে?
  • সব পাখিরা নীড়ে ফেরে না৷

৩. "সকল ছাত্র সেদিন উপস্থিত ছিলো।" বাক্যটি কি শুদ্ধ? যদি অশুদ্ধ হয় তবে শুদ্ধটি শনাক্ত করো।

  • বাক্যটি শুদ্ধ।
  • সকল ছাত্ররা সেদিন উপস্থিত ছিলো।
  • সকল ছাত্ররা সেদিন উপস্থিত আছে।
  • ছাত্রসকলের কেউই সেদিন অনুপস্থিত থাকে না।