পক্ষের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

পক্ষের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. নিচের কোন বাক্যে পক্ষের প্রয়োগে ভুল হয়েছে?

  • আমরা কাল গ্রামের বাড়ি যাবো।
  • তারা তোমার সাথে কথা বলতে চায়।
  • সে আমাদের কলেজের অধ্যাপক।
  • তোর বইটা আমাকে পড়তে দিবি?

২. পক্ষ বা পুরুষ এবং ক্রিয়ার ব্যবহারে সংগতি রক্ষিত হয়েছে কোনটিতে?

  • তুমি আর আমি এখানে থাকবো।
  • কাজটা তুমি আর মুনিয়া করেছে।
  • আপনি কি চা খাবে?
  • আমি চা খায় না।

৩. শ্রোতা পক্ষের উদাহরণ নয় কোনটি?

  • তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম।
  • তাদের দলে মোট ছয়জন আছে।
  • তোদের কারও কাছে পেনসিল হবে?
  • আপনি বললে নিশ্চয়ই করবো।