উপসর্গের প্রকারভেদ - তৎসম উপসর্গ-১ ১. তৎসম উপসর্গ কয়টি? ২০ টি ২১ টি ২৭ টি ৩৩ টি ২. পৌনঃপুনিকতা বা নিরন্তরতা অর্থে 'অনু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোনটিতে? অনুশোচনা অনুজ অনুক্ষণ অনুসরণ ৩. পরে বা পশ্চাৎ অর্থে 'অনু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোনটিতে? অনুগমন অনুজ অনুক্ষণ অনুসরণ ৪. অনুসরণ শব্দটিতে 'অনু' উপসর্গটি কোন অর্থের দ্যোতনা দেয়? পরে অর্থ পেছন বা পশ্চাৎ অর্থ পৌনঃপুনিকতা বা নিরন্তর অর্থ অভাব অর্থ ৫. অতিমানব শব্দটিতে 'অতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? আধিক্য অর্থে উত্তীর্ণ হওয়া অর্থে অতিক্রম করা অর্থে অবিশ্বাস্য অর্থে ৬. অত্যন্ত শব্দটিতে 'অতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? অপ্রকৃতিস্থ অর্থে উত্তীর্ণ হওয়া অর্থে অতিক্রম করা অর্থে সাদৃশ্য অর্থে ৭. 'আধিক্য' অর্থে অতি উপসর্গটির ব্যবহার হয়েছে কোন শব্দে? অতিমানব অত্যধিক অতিক্রম অতিপ্রাকৃত ৮. 'প্রধান' অর্থে অধি উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অধিবর্ষ অধিত্যকা অধিবাসী অধিনায়ক ৯. 'অধিবাসী' শব্দটিতে 'অধি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? প্রধান অর্থে অতিরিক্ত অর্থে অন্তর্গত বা মধ্যে অর্থে উপরে অর্থে ১০. অধিবর্ষ শব্দটিতে 'অধি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? প্রধান অর্থে অতিরিক্ত অর্থে অন্তর্গত বা মধ্যে অর্থে উপরে অর্থে কুইজ সমাপ্ত করুন