উপসর্গের প্রকারভেদ - তৎসম উপসর্গ-১

উপসর্গের প্রকারভেদ - তৎসম উপসর্গ-১

১. তৎসম উপসর্গ কয়টি?

  • ২০ টি
  • ২১ টি
  • ২৭ টি
  • ৩৩ টি

২. পৌনঃপুনিকতা বা নিরন্তরতা অর্থে 'অনু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোনটিতে?

  • অনুশোচনা
  • অনুজ
  • অনুক্ষণ
  • অনুসরণ

৩. পরে বা পশ্চাৎ অর্থে 'অনু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোনটিতে?

  • অনুগমন
  • অনুজ
  • অনুক্ষণ
  • অনুসরণ

৪. অনুসরণ শব্দটিতে 'অনু' উপসর্গটি কোন অর্থের দ্যোতনা দেয়?

  • পরে অর্থ
  • পেছন বা পশ্চাৎ অর্থ
  • পৌনঃপুনিকতা বা নিরন্তর অর্থ
  • অভাব অর্থ

৫. অতিমানব শব্দটিতে 'অতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • আধিক্য অর্থে
  • উত্তীর্ণ হওয়া অর্থে
  • অতিক্রম করা অর্থে
  • অবিশ্বাস্য অর্থে

৬. অত্যন্ত শব্দটিতে 'অতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • অপ্রকৃতিস্থ অর্থে
  • উত্তীর্ণ হওয়া অর্থে
  • অতিক্রম করা অর্থে
  • সাদৃশ্য অর্থে

৭. 'আধিক্য' অর্থে অতি উপসর্গটির ব্যবহার হয়েছে কোন শব্দে?

  • অতিমানব
  • অত্যধিক
  • অতিক্রম
  • অতিপ্রাকৃত

৮. 'প্রধান' অর্থে অধি উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে?

  • অধিবর্ষ
  • অধিত্যকা
  • অধিবাসী
  • অধিনায়ক

৯. 'অধিবাসী' শব্দটিতে 'অধি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • প্রধান অর্থে
  • অতিরিক্ত অর্থে
  • অন্তর্গত বা মধ্যে অর্থে
  • উপরে অর্থে

১০. অধিবর্ষ শব্দটিতে 'অধি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • প্রধান অর্থে
  • অতিরিক্ত অর্থে
  • অন্তর্গত বা মধ্যে অর্থে
  • উপরে অর্থে