অনুসর্গ ১. কোন উক্তিটি ভুল? অনুসর্গ বিভক্তির মতো কাজ করে। অনুসর্গ বাক্যে অন্য কোনো পদের আগে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে। অনুসর্গ বিভক্তির মতো কাজ করে। অনুসর্গ আলাদা শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ২. গঠন অনুসারে অনুসর্গ কত প্রকার? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৩. উৎস অনুসারে নাম অনুসর্গ কত প্রকারে বিভক্ত? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৪. ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ কোনটি? ট্রেন রাজশাহী অভিমুখে যাত্রা করলো। আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা হবে। তিনি প্লেনে করে যশোর যাবেন৷ শিশুটি মায়ের কাছে ছুটে গেলো। ৫. কোনটি সংস্কৃত অনুসর্গ? বদলে দিয়ে কর্তৃক বাবদ ৬. ফারসি অনুসর্গ কোনটি? দরুন ছাড়া অপেক্ষা অভিমুখে ৭. নিচের কোনটি বিবর্তিত অনুসর্গ? বাদে বরাবর হতে সাথে কুইজ সমাপ্ত করুন