বাচ্যের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

বাচ্যের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. কোনটি অশুদ্ধ নয়?

  • দাদা চা খেয়ে সন্তোষ হলেন।
  • তার কথাই সত্য প্রমাণ হলো।
  • এ কথায় তার অপমান হয়েছে।
  • পূর্বাকাশে সূর্য উদয় হচ্ছে।

২. "বৃক্ষটি সমূলসহ উৎপাটন হয়েছে।" বাক্যটি শুদ্ধ কি না যাচাই করো। অশুদ্ধ হলে শুদ্ধ বাক্যটি চিহ্নিত করো।

  • প্রদত্ত বাক্যটি শুদ্ধ।
  • বৃক্ষটি সমূলে উৎপাটন হয়েছে।
  • বৃক্ষটি মূলসহ উৎপাটন হয়েছে।
  • বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে৷

৩. নিচের কোন বাক্যটি সঠিক?

  • আমরা জাতির লুপ্ত গৌরব ফিরিয়ে আনবো।
  • পরিশ্রমে সম্মান লোপ হয় না।
  • কাজটি সম্পন্ন করতে তারা বিধি লঙ্ঘিত করেছে।
  • এখানে ধূমপান নিষেধ।