বহুব্রীহি সমাস

বহুব্রীহি সমাস

১. টি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস?

  • বীণাপাণি = বীণা পাণিতে যার
  • স্বর্ণাভ = স্বর্ণের মতো আভা যার
  • গলাগলি = গলায় গলায় যে ভাব
  • শতমূলী = শত মূল যার

২. নদীমাতৃক = নদী মাতা যার, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

৩. কোনটি সংখ্যাবাচক বহুব্রীহি?

  • নবরত্ন = নব রত্নের সমাহার
  • পঞ্চবটী = পঞ্চ বটের সমাহার
  • দোতলা = দো (দুই) তলার সমাহার
  • দোচালা = দো (দুই) চালা আছে যার

৪. গায়ে চাদর = গায়ে চাদর যার, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

৫. হাতেখড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

৬. সগোত্র = স (সমান) গোত্র যার, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

৭. সতীর্থ = সমান তীর্থ যাদের, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

৮. সবান্ধব = বান্ধবের সঙ্গে বর্তমান, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

৯. দশহাতি = দশ হাত দৈর্ঘ্য যার, কোন সমাস?

  • সহার্থক বহুব্রীহি
  • সংখ্যাবাচক বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

১০. বেওয়ারিশ = নেই ওয়ারিশ যার, কোন সমাস?

  • নঞ্ তৎপুরুষ
  • নঞ্ বহুব্রীহি
  • নিত্য সমাস
  • উপপদ তৎপুরুষ

১১. নিরর্থক শব্দটির ব্যাসবাক্য ও সমাস চিহ্নিত করো

  • নেই অর্থ, নঞ্ তৎপুরুষ
  • নেই অর্থ যাতে, নঞ্ বহুব্রীহি
  • বিহীন যা, নঞ্ তৎপুরুষ
  • অর্থবিহীন যা, নঞ্ বহুব্রীহি

১২. অনাশ্রিত = নেই আশ্রয় যার, কোন সমাস?

  • নঞ্ তৎপুরুষ
  • নঞ্ বহুব্রীহি
  • নিত্য সমাস
  • উপপদ তৎপুরুষ