কর্মধারয় সমাস-১

কর্মধারয় সমাস-১

১. কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়?

  • পূর্বপদ
  • পরপদ
  • উভয় পদ
  • পূর্ব ও পরপদ কোনটিরই নয়

২. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য - এরূপ কর্মধারয় সমাস কোনটি?

  • পণ্ডিতমূর্খ = পণ্ডিত হয়েও যিনি মূর্খ
  • পানাপুকুর = পানা ভর্তি পুকুর
  • মহানবী = মহান যে নবী
  • মৃদুমন্দ = যা মৃদু তাই মন্দ

৩. পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষণ - এমন কর্মধারয় সমাস কোনটি?

  • গণ্যমান্য : যিনি গণ্য তিনিই মান্য
  • ক্রীতদাস : ক্রীত যে দাস
  • অরুণরাঙা : অরুণের ন্যায় রাঙা
  • মাছভাজা : ভাজা যে মাছ

৪. পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ - কর্মধারয় সমাস সাধিত কোন শব্দটিতে?

  • জ্ঞাতিশত্রু : যিনি জ্ঞাতি তিনিই শত্রু
  • দুঃশাসন : দুঃ যে শাসন
  • মিঠেকড়া : যা মিঠে তাই কড়া
  • নরাধম : অধম যে নর

৫. পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য- এমন কর্মধারয় সমাস কোনটি?

  • আলুসিদ্ধ : সিদ্ধ যে আলু
  • রাজর্ষি : যিনি রাজা তিনিই ঋষি
  • সহজসরল : যা সহজ তাই কড়া
  • বড়লাট : বড় যে লাট

৬. নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস?

  • করকমল : কর কমলের ন্যায়
  • তুষারশুভ্র : তুষারের ন্যায় শুভ্র
  • রক্তকমল : রক্ত বর্ণের কমল
  • মুখচন্দ্র : মুখ চন্দ্রের ন্যায়

৭. কোনটি উপমিত কর্মধারয় সমাস?

  • তুহিনশীতল : তুহিনের ন্যায় শীতল
  • কচুকাটা : কচুর মতো কাটা
  • বাহুলতা : বাহু লতার ন্যায়
  • বজ্রকণ্ঠ : বজ্রের ন্যায় কণ্ঠ

৮. কোনটি রূপক কর্মধারয় সমাস?

  • জীবনস্রোত : জীবন রূপ স্রোত
  • মমতারস : মমতা মিশ্রিত রস
  • ফুটিফাটা : ফুটির মতো ফাটা
  • বীরসিংহ : বীর সিংহের ন্যায়

৯. নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

  • নবপৃথিবী : নব যে পৃথিবী
  • বদ্বীপ : দ্বীপ ব-এর ন্যায়
  • প্রাণভয় : প্রাণ যাওয়ার ভয়
  • মনবিহঙ্গ : মন রূপ বিহঙ্গ

১০. দুধভাত = দুধ মিশ্রিত ভাত। কোন কর্মধারয় সমাস?

  • উপমান
  • উপমিত
  • রূপক
  • মধ্যপদলোপী