দ্বিগু সমাস ১. শতাব্দী = শত অব্দের সমাহার, কোন সমাস? দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস দ্বিগু সমাস ২. সপ্তাহ শব্দটির ব্যাসবাক্য ও সমাস চিহ্নিত করো সপ্ত দিনের সমাহার, দ্বিগু সপ্ত অহের সমাহার, দ্বিগু সপ্ত অহ্নের সমাহার, দ্বিগু সাত অহ্নের সমাহার, দ্বিগু ৩. সপ্তর্ষি = সপ্ত ঋষির সমাহার, কোন সমাস? দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস দ্বিগু সমাস ৪. নিচের কোনটি দ্বিগু সমাস? চারপেয়ে = চারটি পা আছে যার চারতলা = চার তলার সমাহার চতুষ্পদ = চতুঃ (চার) পদ যার চতুর্দোলা = চতুর্ (চারজন) বাহিত দোলা ৫. তেপান্তর শব্দটির ব্যাসবাক্য ও সমাস চিহ্নিত করো তে (তিন) পান্তর আছে যেখানে, কর্মধারয় সমাস তে (তিন) প্রান্তর আছে যেখানে, কর্মধারয় সমাস তে (তিন) প্রান্তরের সমাহার, দ্বিগু সমাস তে (তিন) পান্তরের সমাহার, দ্বিগু সমাস ৬. তেপায়া = তে (তিন) পায়ার সমাহার, কোন সমাস? দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস ৭. দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্বপদ পরপদ উভয় পদ পূর্ব ও পরপদ কোনটিরই নয়, তৃতীয় কোন অর্থ কুইজ সমাপ্ত করুন