আধুনিক বাংলা

আধুনিক বাংলা

১. আধুনিক বাংলা বানানের নিয়ম নয় কোনটি?

  • শব্দের শেষে বিসর্গ বসতে পারে, না-ও পারে
  • 'আনো' প্রত্যয়ান্ত শব্দের শেষে ও- কার ব্যবহৃত হবে
  • হস চিহ্ন (্) যথাসম্ভব বর্জন করতে হবে
  • 'আলি' প্রত্যয়যুক্ত শব্দে ই- কার ব্যবহৃত হবে

২. কোন বানানটি এখন অপ্রচলিত?

  • বারোয়ারি
  • কার্য্যালয়
  • বখশিশ
  • কর্পূর

৩. আধুনিক বাংলায় সাম্প্রতিকতম সংযোজন নিচের কোন শ্রেণির শব্দগুলো?

  • অর্ধ-তৎসম শব্দ
  • পারিভাষিক শব্দ
  • বিদেশি শব্দ
  • দেশি শব্দ