তৎসম সন্ধি ১. নিচের কোনটি ভুল? শঙ্কাকুল = শঙ্কা + আকুল নদ্যম্বু = নদী + অম্বু স্বচ্ছ = সে + অচ্ছ বিম্বোষ্ঠ = বিম্ব + ওষ্ঠ ২. কোনটির সন্ধিবিচ্ছেদ ভুল? গবেষণা = গো + এষণা ভাবুক = ভো + উক নাবিক = নৌ + ইক পবিত্র = পো + ইত্র ৩. অধ্যয়ন শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? অধ + অয়ন অধি + অয়ন অৎ + অয়ন আধ্য + অয়ন ৪. অশুদ্ধ সন্ধিবিচ্ছেদটি চিহ্নিত করো। বধূৎসব = বধু + উৎসব অর্ধেক = অর্ধ + এক প্রথমোক্ত = প্রথম + উক্ত নবোঢ়া = নব + ঊঢ়া ৫. 'ইত্যবসরে' শব্দটির সন্ধিবিচ্ছেদ চিহ্নিত করো ইত্য + বসরে ইত্য + অবসরে ইতি + বসরে ইতি + অবসরে ৬. নিচের কোন শব্দটি স্বরসন্ধি দ্বারা গঠিত? ষট্ + ঋতু = ষড়ঋতু শ্রু + অন = শ্রবণ বি + ছেদ = বিচ্ছেদ উৎ + জীবন = উজ্জীবন ৭. স্বরসন্ধি দ্বারা গঠিত শব্দ কোনটি? তজ্জন্য = তৎ + জন্য মৃন্ময় = মৃৎ + ময় বাগধারা = বাক্ + ধারা পর্যালোচনা = পরি + আলোচনা ৮. ব্যঞ্জনসন্ধির প্রকারভেদ নয় কোনটি? স্বরে-স্বরে সন্ধি স্বরে-ব্যঞ্জনে সন্ধি ব্যঞ্জনে-ব্যঞ্জনে সন্ধি ব্যঞ্জনে-স্বরে সন্ধি কুইজ সমাপ্ত করুন