বাংলা ভাষা উচ্চারণের সূত্রসমূহ-১ ১. প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? ৭ টি ১১ টি ১৩ টি ১৭ টি ২. নিচের কোন উচ্চারণটি শুদ্ধ নয়? ব্যাকরণ (ব্যাকরোন্) জ্ঞাপন (গাঁপন্) জ্ঞানী (গ্যাঁনি) ব্যাকুল (ব্যাকুল্) ৩. নিচের কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হবে? একান্ত এলাকা খেলাঘর কেষ্ট ৪. এ ধ্বনির সংবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয় কোন শব্দটিতে? দেখা তেরো তেলাপোকা ছেলে ৫. নিচের কোন শব্দে আদি অ ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয়? অটল অতীত অতিথি অত্যন্ত ৬. আদি অ ধ্বনির সংবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? কণ্ঠ কলম করুণ কখন ৭. উচ্চারণের কোন নিয়মটি ভুল? শব্দের আদিতে ‘অ’ থাকলে এবং তারপরে ‘ই’-কার/ ‘উ’-কার থাকলে সেই ‘অ’ এর উচ্চারণ সাধারণত ‘অ’ এর মতো হয়। আদি ‘অ’ এর পরে ‘ক্ষ’ থাকলে, সেই ‘অ’ এর উচ্চারণ সাধারণত ‘ও’ এর মতো হয়ে থাকে। আদি ‘অ’ এর পরে য-ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই ‘অ’ এর উচ্চারণ সাধারণত ‘অ’ এর মতোই হয়ে থাকে। শব্দের গোড়ায় র-ফলা যুক্ত ব্যঞ্জনে নিহিত ‘অ’ ধ্বনি থাকলে তার উচ্চারণ সাধারণত ‘ও’ এর মতো হয়। ৮. নিচের কোন শব্দে তালব্য শ এর এর স্বাভাবিক উচ্চারণ হয়েছে? বিশ্রাম দৃশ্য অশ্লীল শ্রমিক ৯. নিচের কোনটি ‘স’ এর নিজস্ব বা দন্তমূলীয় উচ্চারণ? সাপ নমস্কার সলিল স্নেহ ১০. এখানে ব-ফলা যুক্ত কোন শব্দটির উচ্চারণ ভুল লেখা হয়েছে ? স্বাদ (শাদ) আশ্বিন (আশশিন) বিদ্বেষ (বিদেশ) দিগ্বিদিক (দিগবিদিক) কুইজ সমাপ্ত করুন