প্র্রত্যয়ের শ্রেণিবিভাগ

প্র্রত্যয়ের শ্রেণিবিভাগ

১. কৃৎ প্রত্যয় কত প্রকার?

  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার

২. কৃৎ প্রত্যয় বলা হয় -

  • কৃদন্ত পদকে
  • ক্রিয়াপদকে
  • ক্রিয়া বিশেষণকে
  • ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে

৩. ক্রিয়া প্রকৃতি হলো -

  • ক্রিয়া পদ
  • ক্রিয়া মূল
  • ক্রিয়ার কাল
  • অক্রিয়াবাচক পদ

৪. কৃদন্ত পদ কাকে বলে?

  • কৃৎ প্রত্যয়হীন পদকে
  • ক্রিয়ামূলকে
  • কৃৎ প্রত্যয়ের সাধিত পদকে
  • বিভক্তিহীন ক্রিয়া পদকে

৫. তদ্ধিত প্রত্যয় কত প্রকার?

  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার

৬. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের একটি প্রকারভেদ নয়?

  • বাংলা তদ্ধিত প্রত্যয়
  • তৎসম বা সংকৃত তদ্ধিত প্রত্যয়
  • তদ্ভব তদ্ধিত প্রত্যয়
  • বিদেশি তদ্ধিত প্রত্যয়

৭. তদ্ধিত প্রত্যয় সাধিত হয়ে নিচের কোন শ্রেণির শব্দ গঠিত হতে পারে না?

  • বিশেষ্য
  • বিশেষণ
  • সর্বনাম
  • অব্যয়

৮. নিচের কোনটি প্রাতিপদিক?

  • নামতা
  • ঘুমন্ত
  • কদম
  • ফলন

৯. নিচের কোনটি প্রাতিপদিক নয়?

  • ছোঁয়াচে
  • মাটি
  • কাঠ
  • উত্তর

১০. নিচের কোনটি প্রাতিপদিক নয়?

  • আকাশ
  • গোলাপ
  • রাখালি
  • ঠাকুর

১১. নিচের কোনটি প্রাতিপদিক?

  • আষাঢ়
  • দোকানি
  • রাঁধুনি
  • লাগোয়া