উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-২ ১. 'আড়চোখে চেয়ো না, সুনয়না" - আড় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সলজ্জ অর্থে সুন্দর অর্থে নিন্দার্থে বাঁকা অর্থে ২. 'আড়পাগলা' শব্দটিতে 'আড়' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাঁকা অর্থে প্রায় অর্থে বিপরীত অর্থে ভালো অর্থে ৩. 'আড়কোলা' শব্দটিতে 'আড়' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে নিন্দার্থে বিশিষ্ট অর্থে সম্মুখে অর্থে ৪. 'আনমনা' শব্দটিতে 'আন' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেতিবাচক অর্থে বিশিষ্ট অর্থে সুন্দর অর্থে বিক্ষিপ্ত অর্থে ৫. 'আন' উপসর্গটি 'আনকোরা' শব্দটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মন্দ অর্থে না অর্থে সঠিক অর্থে অভাব অর্থে ৬. 'আবছায়া' শব্দটিতে 'আব' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অস্পষ্ট অর্থে অভাব অর্থে অশুভ অর্থে বক্র অর্থে ৭. পুরনো অর্থে 'ইতি' উপসর্গটির প্রয়োগ ঘটেছে কোনটিতে? ইতিকর্তব্য ইতিকথা ইত্যাকার ইতিউতি ৮. উনিশ শব্দটিতে 'উন' উপসর্গটি কোন অর্থ দেয়? বিকৃত বিপরীত কম সম্যক ৯. কদবেল শব্দটিতে 'কদ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য অর্থে উৎকৃষ্ট অর্থে অপ্রধান অর্থে নিন্দিত বা মন্দ অর্থে ১০. কোন শব্দটি 'কু' উপসর্গযোগে গঠিত নয়? কুখ্যাতি কুকুর কুসংস্কার কুরুচি কুইজ সমাপ্ত করুন