উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-২

উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-২

১. 'আড়চোখে চেয়ো না, সুনয়না" - আড় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • সলজ্জ অর্থে
  • সুন্দর অর্থে
  • নিন্দার্থে
  • বাঁকা অর্থে

২. 'আড়পাগলা' শব্দটিতে 'আড়' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • বাঁকা অর্থে
  • প্রায় অর্থে
  • বিপরীত অর্থে
  • ভালো অর্থে

৩. 'আড়কোলা' শব্দটিতে 'আড়' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • বিপরীত অর্থে
  • নিন্দার্থে
  • বিশিষ্ট অর্থে
  • সম্মুখে অর্থে

৪. 'আনমনা' শব্দটিতে 'আন' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • নেতিবাচক অর্থে
  • বিশিষ্ট অর্থে
  • সুন্দর অর্থে
  • বিক্ষিপ্ত অর্থে

৫. 'আন' উপসর্গটি 'আনকোরা' শব্দটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • মন্দ অর্থে
  • না অর্থে
  • সঠিক অর্থে
  • অভাব অর্থে

৬. 'আবছায়া' শব্দটিতে 'আব' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • অস্পষ্ট অর্থে
  • অভাব অর্থে
  • অশুভ অর্থে
  • বক্র অর্থে

৭. পুরনো অর্থে 'ইতি' উপসর্গটির প্রয়োগ ঘটেছে কোনটিতে?

  • ইতিকর্তব্য
  • ইতিকথা
  • ইত্যাকার
  • ইতিউতি

৮. উনিশ শব্দটিতে 'উন' উপসর্গটি কোন অর্থ দেয়?

  • বিকৃত
  • বিপরীত
  • কম
  • সম্যক

৯. কদবেল শব্দটিতে 'কদ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • সাদৃশ্য অর্থে
  • উৎকৃষ্ট অর্থে
  • অপ্রধান অর্থে
  • নিন্দিত বা মন্দ অর্থে

১০. কোন শব্দটি 'কু' উপসর্গযোগে গঠিত নয়?

  • কুখ্যাতি
  • কুকুর
  • কুসংস্কার
  • কুরুচি