প্রত্যয় যোগে শব্দ গঠন-৩ ১. কোনটি অশুদ্ধ? পূজারি = √পূজ্ + আরি মোড়ক = √মুড়্ + অক গন্তব্য = √গম্ + তব্য দর্শক = √দৃশ্ + অক ২. কোনটি শুদ্ধ নয়? ডাকাত = √ডাক্ + আইত বৈঠক = √বৈঠ্ + ক বার্ষিক = বর্ষ + ইক ঢাকাই = ঢাকা + আই ৩. শুদ্ধ কোনটি? সৃষ্টি = √সৃজ + তি শান্তি = √শান্ + তি ভক্তি = √ভচ্ + তি বুদ্ধি = √বুঝ্ + তি ৪. কোনটি সঠিক নয়? গাড়োয়ান = গাড়ি + ওয়ান পান্তা = √পান + তা উক্ত = √বচ্ + ত লালিমা = লাল + ইমন ৫. কোনটি সঠিক নয়? ঘাতক = √হন্ + তক আর্থিক = অর্থ + ইক শয়ন = √শী + অন শ্রবণ = শ্রব + অন ৬. কোনটি সঠিক নয়? দ্রাঘিমা = দীর্ঘ + ইমন জলীয় = জল + ঈয় ধার্মিক = √ধর্ম + ইক বাড়তি = √বাড়্ + তি ৭. সাহিত্যিক শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? সহিত + ইক সহিত + য সাহিত্য + ইক সাহিত্য + য ৮. মেধাবী শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? মেধা + বী মেধা + বিন্ √মেধ্ + আবী √মেধ্ + বিন ৯. বক্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ দেখাও √বাচ্ + তব্য √বচ্ + তব্য √বাক্ + তব্য √বক্ + তব্য ১০. ভাবুক শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ দেখাও √ভৌ + উক √ভাব + উক √ভূ + উক √ভব্ + উক ১১. দোলনা শব্দটির প্রকৃতি প্রত্যয় চিহ্নিত করো। √দুল্ + অনা √দোল্ + অনা √দুল্ + অনম √দুল্ + অনম ১২. মহিমা শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? মহান + ইমন মহৎ + ইমন মহা + ইমৎ মহান + ইমৎ কুইজ সমাপ্ত করুন