নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ ১. "তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।" এটি কি শুদ্ধ? অশুদ্ধ হলে শুদ্ধটি চিহ্নিত করো। প্রদত্ত বাক্যটি শুদ্ধ। তুমিই টাকাটি আত্বসাৎ করেছ। তুমিই টাকাগুলো আত্বসাৎ করেছ। তুমিই টাকাগুলো আত্মসাৎ করেছ। ২. কোন বাক্যটি অশুদ্ধ, শনাক্ত করো। রোজ সকালে একটি করে কমলালেবু খাবে। বাটিতে পোয়াটাক দুধ ঢেলে আনো। দুইগোটা কম্বল কিনতে হবে। খেলতে গিয়ে ওর একপাটি জুতো ছিঁড়ে গেছে। ৩. নিচের কোন বাক্যটি নির্ভুল? মিথুনের গোটা তিন জুতো আছে। সেইটেই ওর সবচেয়ে প্রিয় জামা। খেলনাটুকু শিশুটির খুব প্রিয়৷ মেয়েখানির কপালটাই খারাপ। কুইজ সমাপ্ত করুন