অব্যয়ীভাব সমাস ১. প্রভাত = প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত), কোন সমাস? নিত্য সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস প্রাদি সমাস ২. পরিভ্রমণ = পরি (চতুর্দিকে) যে ভ্রমণ, কোন সমাস? নিত্য সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস প্রাদি সমাস ৩. দুই এবং নব্বই = বিরানব্বই ; কোন সমাস? দ্বন্দ্ব সমাস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিত্য সমাস প্রাদি সমাস ৪. প্রবচন = প্রকৃষ্ট যে বচন, কোন সমাস? নিত্য সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস প্রাদি সমাস ৫. তন্মাত্র = কেবল তা, কোন সমাস? নিত্য সমাস নিত্য সমাস নিত্য সমাস প্রাদি সমাস ৬. দেশান্তর = অন্য দেশ, কোন সমাস? নিত্য সমাস বহুব্রীহি সমাস প্রাদি সমাস অব্যয়ীভাব সমাস ৭. বিজড়িত = বিশেষভাবে জড়িত, কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস কর্মধারয় সমাস অব্যয়ীভাব সমাস ৮. প্রতিবিম্ব = প্রতিরূপ বিম্ব, কোন অর্থে অব্যয়ীভাব সমাস? ব্যাপ্তি পৌনঃপুনিকতা সদৃশ বৈপরীত্য ৯. নিরামিষ = নির্ (নেই) আমিষ, কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস ১০. আলুনি = নুনের অভাব, কোন সমাস? তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস ১১. আপাদমস্তক = পদ (পা) হতে মাথা পর্যন্ত, কোন সমাস? তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস কুইজ সমাপ্ত করুন