প্রত্যয় যোগে শব্দ গঠন-২

প্রত্যয় যোগে শব্দ গঠন-২

১. বিদেশি প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয়েছে কোনটি?

  • চাঁদপানা
  • ছাপাখানা
  • কামারনি
  • কাশ্মিরী

২. কোনটি বিদেশি প্রত্যয় নয়?

  • ওয়ান
  • খোর
  • বাজ
  • বান

৩. তদ্ধিত প্রত্যয়ে মান্ প্রত্যয় যোগে কোন শ্রেণির শব্দ গঠিত হয়?

  • বিশেষ্য
  • বিশেষণ
  • অব্যয়
  • ক্রিয়া

৪. কোনটি সঠিক?

  • পান্তা = √পান্ + তা
  • দিব্য = দেব + য
  • নশ্বর = √নশ্ + বর
  • শ্রবণ = শ্রু + অনট

৫. গন্তব্য শব্দটির প্রকৃতি ও প্রত্যয় চিহ্নিত করো

  • √গম্ + তব্য
  • √গন্ + তব্য
  • √গা + তব্য
  • √গমন্ + তব্য

৬. লালচে শব্দটির প্রকৃতি ও প্রত্যয় চিহ্নিত করো

  • লাল + চে
  • লাল + চিয়া
  • লাল + সে
  • লাল + সিয়া

৭. শোচনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় চিহ্নিত করো

  • √শোচ্ + অনীয়
  • √শুচ্ + অনীয়
  • √শোচন্ + ঈয়
  • √শোচন্ + ঈয়

৮. কোনটি সঠিক?

  • মৌখিক = মুখ + অক
  • শৈশব = শিশু + অ
  • শৈশব = শিশু + অ
  • বৈষ্ণব = বিষ্ণু + য

৯. মহত্ত্ব শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ দেখাও

  • মহৎ + ত্ব
  • মহৎ + ত্ত
  • মহৎ + ত্ত্ব
  • মহৎ + ত

১০. ভয় শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি?

  • √ভ + অয়
  • √ভৃ + অয়
  • √ভী + অ
  • ভ + অন