উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-১

উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-১

১. নিন্দিত অর্থে 'অ' উপসর্গটির ব্যবহার হয়েছে কোন শব্দে?

  • অজানা
  • অকেজো
  • অথৈ
  • অঝোর

২. 'আগাছা' শব্দটিতে 'আ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • প্রধান অর্থে
  • বিশিষ্ট অর্থে
  • বাজে অর্থে
  • অভাব অর্থে

৩. 'আলুনি' শব্দটিতে 'আ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • আধিক্য অর্থে
  • অভাব অর্থে
  • বিপরীত অর্থে
  • পরিবর্তন অর্থে

৪. 'নিকৃষ্ট' অর্থে 'আ' উপসর্গটির ব্যবহার হয়েছে কোন শব্দে?

  • আকাঠা
  • আকাড়া
  • আলুনি
  • আচরণ

৫. কোন শব্দটি 'অজ' উপসর্গযোগে গঠিত নয়?

  • অজমূর্খ
  • অজপুকুর
  • অজগর
  • অজপাড়াগাঁ

৬. অজপাড়াগাঁ শব্দটিতে 'অজ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • সরল অর্থে
  • নিতান্তই মন্দ অর্থে
  • অভাব অর্থে
  • প্রধান অর্থে

৭. অঘারাম শব্দটিতে 'অঘা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • অলস অর্থে
  • মন্দ অর্থে
  • বোকা অর্থে
  • চতুর অর্থে

৮. অনাবৃষ্টি শব্দটিতে 'অনা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • মন্দ অর্থে
  • অভাব অর্থে
  • বিপরীত অর্থে
  • অশুভ অর্থে

৯. অশুভ অর্থে 'অনা' উপসর্গটির প্রয়োগ ঘটেছে কোনটিতে?

  • অনাছিষ্টি
  • অনাদর
  • অনামুখো
  • অনাবৃষ্টি

১০. অঝোর শব্দটিতে কোন অর্থে 'অ' উপসর্গটি ব্যবহৃত হয়েছে?

  • নিন্দিত অর্থে
  • অভাব অর্থে
  • অন্তিম অর্থে
  • ক্রমাগত অর্থে