উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-১ ১. নিন্দিত অর্থে 'অ' উপসর্গটির ব্যবহার হয়েছে কোন শব্দে? অজানা অকেজো অথৈ অঝোর ২. 'আগাছা' শব্দটিতে 'আ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রধান অর্থে বিশিষ্ট অর্থে বাজে অর্থে অভাব অর্থে ৩. 'আলুনি' শব্দটিতে 'আ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আধিক্য অর্থে অভাব অর্থে বিপরীত অর্থে পরিবর্তন অর্থে ৪. 'নিকৃষ্ট' অর্থে 'আ' উপসর্গটির ব্যবহার হয়েছে কোন শব্দে? আকাঠা আকাড়া আলুনি আচরণ ৫. কোন শব্দটি 'অজ' উপসর্গযোগে গঠিত নয়? অজমূর্খ অজপুকুর অজগর অজপাড়াগাঁ ৬. অজপাড়াগাঁ শব্দটিতে 'অজ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সরল অর্থে নিতান্তই মন্দ অর্থে অভাব অর্থে প্রধান অর্থে ৭. অঘারাম শব্দটিতে 'অঘা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অলস অর্থে মন্দ অর্থে বোকা অর্থে চতুর অর্থে ৮. অনাবৃষ্টি শব্দটিতে 'অনা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মন্দ অর্থে অভাব অর্থে বিপরীত অর্থে অশুভ অর্থে ৯. অশুভ অর্থে 'অনা' উপসর্গটির প্রয়োগ ঘটেছে কোনটিতে? অনাছিষ্টি অনাদর অনামুখো অনাবৃষ্টি ১০. অঝোর শব্দটিতে কোন অর্থে 'অ' উপসর্গটি ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে অভাব অর্থে অন্তিম অর্থে ক্রমাগত অর্থে কুইজ সমাপ্ত করুন