বিপরীত শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

বিপরীত শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. যাযাবর শব্দটির যথাযথ বিপরীত শব্দ কোনটি?

  • স্থাবর
  • স্থায়ী
  • গৃহী
  • গৃহবন্দী

২. কোনটিতে বিপরীত শব্দের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে?

  • সত্য-মিথ্যা যাচাই করে মানুষের বিচার করবে।
  • ছোট যদি হতে চাও বড় হও তবে।
  • খেলায় জয়-পরাজয় থাকবেই।
  • মহৎ ব্যক্তিরা ধনী-দরিদ্রে পার্থক্য করেন না।

৩. বিপরীত শব্দের সঠিক প্রয়োগ দেখা যাচ্ছে কোন বাক্যটিতে?

  • দোষ-নির্দোষ নিয়েই মানুষ।
  • তুমি উত্তম, তাই বলে আমি সুচিত্রা হব না কেন?
  • প্রশংসা পেলে না, নিন্দার ভাগী হও।
  • ব্যয় বুঝে আয় কর।