উপসর্গের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ ১. এখানে একই উপসর্গযোগে গঠিত শব্দগুলোর মধ্যে কোনটির বানান ভুল? অনুসরণ অনুসন্ধান অনুসঙ্গ অনুবাদ ২. কোন শব্দটির বানান ভুল? পরিষ্ফুট পরিষ্কার পরিষেবা পরিষদ ৩. 'আ' উপসর্গযোগে গঠিত শব্দগুলোর মধ্যে কোনটির অশুদ্ধ প্রয়োগ ঘটেছে? ভাইয়া ঘুড়ি বানানোর জন্য বিভিন্ন আকারের কাগজ কাটছে। আমৃত্যু দেশের সেবা করে যাবো। সীমা কবিতা আবৃতিতে প্রথম পুরষ্কার পেয়েছে৷ জন্মই আমার আজন্ম পাপ। ৪. 'খ্যাত' শব্দটির আগে বিভিন্ন উপসর্গযোগে গঠিত শব্দগুলোর মধ্যে কোনটির অপপ্রয়োগ ঘটেছে? আইয়ুব বাচ্চু বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক। অখ্যাত এক খেলোয়াড় এবার স্বর্ণপদক জিতেছে তমার নানা ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডা. ফজলে রাব্বী দোলন সুন্দর হাতের লেখার জন্য স্কুলে কুখ্যাত কুইজ সমাপ্ত করুন