বিশেষ্য ১. সংজ্ঞাবাচক বিশেষ্যর উদাহরণ কোনগুলো? মানুষ, দেশ, পাখি ফুল, জবা, দোয়েল দেখা, হাঁটা, খাওয়া হুমায়ূন, কানাডা, পদ্মা ২. শোনা, পড়া, দৌড়ানো শব্দগুলো কোন শ্রেণির বিশেষ্য? বিশেষণজাত বিশেষ্য ক্রিয়া-বিশেষ্য প্রয়োগ নির্ধারিত বিশেষ্য বিশেষণধর্মী বিশেষ্য ৩. গণনাযোগ্যতা বিচারে সাধারণ বিশেষ্যর উপশ্রেণি নয় কোনটি? অর্থবাহী বিশেষ্য গণনাযোগ্য বিশেষ্য পরিমাপযোগ্য বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য ৪. বিশেষণজাত বিশেষ্য কোনগুলো? সৌন্দর্য, আনন্দ, সুখ ঘনত্ব, কাঠিন্য, দ্রুততা ঝাঁক, জনতা, সমিতি শনিবার, শ্রাবণ, অনিমেষ ৫. সততা, রাগ, সাহস শব্দগুলো কোন ধরনের বিশেষ্য? পরিমাপযোগ্য বিশেষ্য বিশেষণধর্মী বিশেষ্য ভাব-গুণবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য কুইজ সমাপ্ত করুন