বাংলা ভাষা উচ্চারণের সূত্রসমূহ-২ ১. ‘আবশ্যক’ শব্দটির সঠিক উচ্চারণ কী? আবশশক আবোশশক আবোশশোক আব্বোশশোক ২. কোনটি 'সমান্তরাল' এর শুদ্ধ উচ্চারণ? শমানতরাল শোমানতরাল শোমানতোরাল শমানতোরাল ৩. নিচের কোন শব্দটির বানান ও উচ্চারণ উভয়ই সঠিক? নির্দিষ্ট (নিদ্রিশট) আপেক্ষীক (আপেকখিক) অসহ্য (অশোজঝো) অকাট্য (ওকাট্য) ৪. শুদ্ধ বানান ও উচ্চারণ চিহ্নিত করো। মুমুর্ষ (মুমুরশো) মুমুর্ষু (মুমুরশু) মুমূর্ষ (মুমুরশো) মুমূর্ষু (মুমুরশু) ৫. কোন কৃতঋণ শব্দটি অপরিবর্তিতরূপে বাংলা ভাষায় উচ্চারিত হয়? বোতল হাসপাতাল কলেজ ডাক্তার ৬. স্প্যানিশ dengue থেকে বাংলায় ডেঙ্গু শব্দটি এসেছে৷ যদিও এটি সঠিক উচ্চারণ নয়। কোন উচ্চারণটি সঠিক? দেঙ্গু ডেঙ্গুই ডেঙ্গে ডেঙ্গি ৭. জাপানি শব্দ Tsunami এর বাংলা উচ্চারণ কেমন? ৎসুনামি ৎশুনামি সুনামি শুনামি ৮. 'পহেলা' শব্দটি কোন ভাষার উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ভাষায় উচ্চারিত হয়? হিন্দি ফারসি পর্তুগিজ ওলন্দাজ ৯. নিচের কোনটির উচ্চারণ সঠিক নয়? দ্যোতনা (দোতোনা) উহ্য (উজঝো) কৃচ্ছ (কৃচছ) ব্রাহ্ম ( ব্রাহমো) ১০. ম-ফলা যুক্ত শব্দগুলির মধ্যে কোনটির উচ্চারণ অশুদ্ধ? মৃন্ময় (ম্রিননয়) গ্রীষ্ম (গ্রিশশোঁ) কাশ্মীর (কাশমির) তন্ময় (তনময়) কুইজ সমাপ্ত করুন