যোজক ১. যোজক শব্দগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? চলছে ৩ ভাগ ৪ ভাগ ৫ ভাগ ২. কোন সংজ্ঞাটি অশুদ্ধ? যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করা যায় তাকে সাধারণ যোজক বলে। যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশের মধ্যে বিকল্প বোঝায় তাকে বিরোধমূলক যোজক বলে। পরস্পর নির্ভরশীল যে যোজকগুলো একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে সাপেক্ষ যোজক বলে। এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। ৩. "কতবার ফোন করলাম, অথচ ফোন ধরলি না।" কোন যোজকের উদাহরণ? সাধারণ বৈকল্পিক বিরোধমূলক কারণবাচক ৪. কোনটিতে সাপেক্ষ যোজকের উদাহরণ আছে? তিনি হয় আজ না-হয় কাল আসবেন। খুব শীত করছিল, তাই চা খাচ্ছি। যদি ভরসা দাও তবে কাজটা করবো। তাকে ডাকা হয়েছিল, কিন্তু সে আসে নি। ৫. কোন বাক্যে বৈকল্পিক যোজকের উদাহরণ আছে? অগ্রিম টাকা দেওয়া হয়েছিল, তবু সে কাজটা করে নি। সে অপরাধ করেছে, তাই সাজা পেয়েছে। যত মধু তত মিষ্টি চা বা কফি যেকোনো একটা হলেই আমার চলবে। কুইজ সমাপ্ত করুন