যোজক

যোজক

১. যোজক শব্দগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

  • চলছে
  • ৩ ভাগ
  • ৪ ভাগ
  • ৫ ভাগ

২. কোন সংজ্ঞাটি অশুদ্ধ?

  • যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করা যায় তাকে সাধারণ যোজক বলে।
  • যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশের মধ্যে বিকল্প বোঝায় তাকে বিরোধমূলক যোজক বলে।
  • পরস্পর নির্ভরশীল যে যোজকগুলো একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে সাপেক্ষ যোজক বলে।
  • এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।

৩. "কতবার ফোন করলাম, অথচ ফোন ধরলি না।" কোন যোজকের উদাহরণ?

  • সাধারণ
  • বৈকল্পিক
  • বিরোধমূলক
  • কারণবাচক

৪. কোনটিতে সাপেক্ষ যোজকের উদাহরণ আছে?

  • তিনি হয় আজ না-হয় কাল আসবেন।
  • খুব শীত করছিল, তাই চা খাচ্ছি।
  • যদি ভরসা দাও তবে কাজটা করবো।
  • তাকে ডাকা হয়েছিল, কিন্তু সে আসে নি।

৫. কোন বাক্যে বৈকল্পিক যোজকের উদাহরণ আছে?

  • অগ্রিম টাকা দেওয়া হয়েছিল, তবু সে কাজটা করে নি।
  • সে অপরাধ করেছে, তাই সাজা পেয়েছে।
  • যত মধু তত মিষ্টি
  • চা বা কফি যেকোনো একটা হলেই আমার চলবে।