আবেগ শব্দ

আবেগ শব্দ

১. কোনটিতে সিদ্ধান্তবাচক আবেগ-শব্দ দেখা যাচ্ছে?

  • দুর ছাই! লোকটা যা বাজে বকছে!
  • না, আমি এটা করতে পারবো না!
  • আহারে, কী ব্যথাটাই না পেয়েছে মেয়েটা!
  • বাহ! খুব সুন্দর এঁকেছ তো ছবিটা!

২. সম্বোধনসূচক আবেগ-শব্দ কোনটি?

  • ওরে! তোরা কে কোথায় গেলি?
  • আরে! তুমি কবে দেশে ফিরলে?
  • হায় হায়! ঝড়ে আমাদের ঘরের চাল উড়ে গেছে!
  • কী জ্বালা! মশার জ্বালায় টেকা দায়৷

৩. প্রশংসাসূচক আবেগ-শব্দের উদাহরণ চিহ্নিত করো।

  • ছিঃ ছিঃ এ তুমি কী করলে!
  • দূর বোকা! এত অল্পে রাগ করতে আছে?
  • বেশ, তবে তাই হোক।
  • সাবাশ! আমি জানতাম যে তুমিই জিতবে৷