সন্ধির প্রকারভেদ ১. খাঁটি বাংলা সন্ধিতে নিচের কোন প্রকার সন্ধি দেখা যায় না? স্বরসন্ধি ব্যঞ্জনসন্ধি বিসর্গসন্ধি (ক) এবং (গ) ২. নিচের কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধি? কাঁচকলা = কাঁচা + কলা সংগীত = সম্ + গীত তজ্জন্য = তদ্ + জন্য যথোচিত = যথা + উচিত ৩. নিচের কোন শব্দটিতে অ ধ্বনির সাথে অ ধ্বনি যুক্ত হয়ে সন্ধির নিয়মে আ ধ্বনি হয়েছে? বজ্রাঘাত জলাধার আশানুরূপ নবান্ন ৪. কোনটির সন্ধিবিচ্ছেদ ঠিক আছে? অতি + ঈত = অতীত পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু ভব + ইশ = ভবেশ ক্ষুধা + তুর = ক্ষুধাতুর ৫. মস্যাধার এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মস্য + ধার মস্য + আধার মসী + ধার মসী + আধার ৬. কটূক্তি এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? কটু + উক্তি কটূ + উক্তি কটূ + উক্ত কটু + ঊক্তি ৭. নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ অশুদ্ধ? পাপাত্মা = পাপী + আত্মা দণ্ডাদেশ = দণ্ড + আদেশ ইত্যাদি = ইতি + আদি নরেন্দ্র = নর + ইন্দ্র ৮. নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ অশুদ্ধ? শ্রীশ = শ্রী + ঈশ দয়ার্দ্র = দয়া + আর্দ্র যথেষ্ট = যথা + ইষ্ট মরুদ্যান = মরূ + উদ্যান ৯. নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ ভুল? মহোর্মি = মহা + ঊর্মি মহোৎসব = মহা + উৎসব মহৌষধি = মহা + ঔষধি মহর্ষি = মহা + ঋষি ১০. তথৈবচ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? তথা + অবচ তথা + ইবচ তথা + এবচ তথা + বচ ১১. নিচের কোনটি অশুদ্ধ? পবিত্র = পো + ইত্র গবাদি = গো + আদি নায়ক = নে + অক শয়ন = শে + অন ১২. নিচের কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? শুভেচ্ছা = শুভ + ইচ্ছা পরস্পর = পর + পর ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত বিদ্যানুরাগ = বিদ্যা + অনুরাগ কুইজ সমাপ্ত করুন