উপসর্গ কী ১. উপসর্গের অপর নাম কী? প্রাতিপদিক বৃদ্ধি আদ্য প্রত্যয় অনুসর্গ ২. উপসর্গ সম্পর্কে কোন উক্তিটি ভুল? উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে অন্য শব্দের পূর্বে বসে ব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন ও পরিবর্তন ঘটায় ৩. বাংলা ভাষার উপসর্গগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়? ২ টি ৩ টি ৪ টি ৫ টি ৪. কোন উক্তিটি ভুল? বাংলা ভাষায় ব্যবহৃত বেশিরভাগ উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসেছে। পসর্গগুলোর সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না। একই উপসর্গ নানা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একই ক্রিয়ামূল বা শব্দমূলের সঙ্গে ভিন্ন ভিন্ন উপসর্গ যোগ হলেও শব্দের অর্থ উপসর্গভেদে বদলায় না। কুইজ সমাপ্ত করুন