উপসর্গ কী

উপসর্গ কী

১. উপসর্গের অপর নাম কী?

  • প্রাতিপদিক
  • বৃদ্ধি
  • আদ্য প্রত্যয়
  • অনুসর্গ

২. উপসর্গ সম্পর্কে কোন উক্তিটি ভুল?

  • উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ
  • স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে
  • অন্য শব্দের পূর্বে বসে
  • ব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন ও পরিবর্তন ঘটায়

৩. বাংলা ভাষার উপসর্গগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়?

  • ২ টি
  • ৩ টি
  • ৪ টি
  • ৫ টি

৪. কোন উক্তিটি ভুল?

  • বাংলা ভাষায় ব্যবহৃত বেশিরভাগ উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসেছে।
  • পসর্গগুলোর সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না।
  • একই উপসর্গ নানা অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
  • একই ক্রিয়ামূল বা শব্দমূলের সঙ্গে ভিন্ন ভিন্ন উপসর্গ যোগ হলেও শব্দের অর্থ উপসর্গভেদে বদলায় না।