উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-৩

উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-৩

১. কু' উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে কোন শব্দটি?

  • কুটুম
  • কুড়াল
  • কুকাজ
  • কুমারী

২. খাঁটি বাংলা উপসর্গ 'নি' নেতিবাচক অর্থদ্যোতনা দিয়ে নতুন শব্দ গঠন করে। নিচের কোন শব্দটি এই উপসর্গ যোগে গঠিত হয় নি?

  • নিখোঁজ
  • নিলাজ
  • নিভাঁজ
  • নিশান

৩. পাতিহাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • অর্ধেক অর্থে
  • অসম্পূর্ণ অর্থে
  • ক্ষুদ্র অর্থে
  • সাদৃশ্য অর্থে

৪. 'বি' উপসর্গযোগে গঠিত নয় কোনটি?

  • বিদেশ
  • বিড়াল
  • বিফল
  • বিভুঁই

৫. 'ভিন্ন' অর্থে 'বি' উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে?

  • বিশেষ
  • বিনয়
  • বিভুঁই
  • বিফল

৬. ভরপেট, ভরদুপুর এই শব্দগুলোতে 'ভর' উপসর্গটি কোন অর্থ দেয়?

  • ভালো
  • বড়
  • নিন্দিত
  • পূর্ণ

৭. রাম' উপসর্গটি রামছাগল শব্দটিতে কোন অর্থের দ্যোতনা দেয়?

  • পূর্ণ
  • বড়
  • নিন্দিত
  • সদৃশ

৮. খাঁটি বাংলা উপসর্গ 'স' যোগে গঠিত শব্দ নয় কোনটি?

  • সজোর
  • সরব
  • সততা
  • সপাট

৯. 'সম্পূর্ণ' অর্থে 'স' উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?

  • সজোর
  • সঠিক
  • সলাজ
  • সরব

১০. খাঁটি বাংলা উপসর্গ 'সা' যুক্ত হয়ে গঠিত হয়েছে কোন শব্দটি?

  • সাঁজোয়া
  • সাহায্য
  • সাহিত্য
  • সাজোয়ান