উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-৩ ১. কু' উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে কোন শব্দটি? কুটুম কুড়াল কুকাজ কুমারী ২. খাঁটি বাংলা উপসর্গ 'নি' নেতিবাচক অর্থদ্যোতনা দিয়ে নতুন শব্দ গঠন করে। নিচের কোন শব্দটি এই উপসর্গ যোগে গঠিত হয় নি? নিখোঁজ নিলাজ নিভাঁজ নিশান ৩. পাতিহাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্ধেক অর্থে অসম্পূর্ণ অর্থে ক্ষুদ্র অর্থে সাদৃশ্য অর্থে ৪. 'বি' উপসর্গযোগে গঠিত নয় কোনটি? বিদেশ বিড়াল বিফল বিভুঁই ৫. 'ভিন্ন' অর্থে 'বি' উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? বিশেষ বিনয় বিভুঁই বিফল ৬. ভরপেট, ভরদুপুর এই শব্দগুলোতে 'ভর' উপসর্গটি কোন অর্থ দেয়? ভালো বড় নিন্দিত পূর্ণ ৭. রাম' উপসর্গটি রামছাগল শব্দটিতে কোন অর্থের দ্যোতনা দেয়? পূর্ণ বড় নিন্দিত সদৃশ ৮. খাঁটি বাংলা উপসর্গ 'স' যোগে গঠিত শব্দ নয় কোনটি? সজোর সরব সততা সপাট ৯. 'সম্পূর্ণ' অর্থে 'স' উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? সজোর সঠিক সলাজ সরব ১০. খাঁটি বাংলা উপসর্গ 'সা' যুক্ত হয়ে গঠিত হয়েছে কোন শব্দটি? সাঁজোয়া সাহায্য সাহিত্য সাজোয়ান কুইজ সমাপ্ত করুন