বাগধারার মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

বাগধারার মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. বাগধারার অপপ্রয়োগ হয়েছে কোনটিতে?

  • ছেলেটা বড়ই ইঁচড়েপাকা, সবসময় বড়দের কথায় নাক গলায়৷
  • না ভাই, ইঁদুর মেরে হাত গন্ধ করতে চাই না।
  • কৃপণের কাছে চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র৷
  • পাজিটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো।

২. কোন বাক্যটিতে বাগধারার শুদ্ধ প্রয়োগ ঘটেছে?

  • কবীর চৌধুরীর বন্ধু তো নেই, যারা আছে সব দুধের মাছি।
  • নাতি-নাতনি নিয়ে রহিমা বেগমের সংসার যেন চাঁদের বাজার।
  • সাবিহার তো চৌদ্দ মাসে বছর, ও করবে জরুরি কাজ!
  • টাকাগুলো এভাবে সাত-পাঁচ করেই শেষ করে ফেললে?