ক্রিয়ার কাল

ক্রিয়ার কাল

১. "সায়মাদের বাড়ির সামনে একটা কনকচাঁপার গাছ আছে।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ বর্তমান
  • নিত্যবৃত্ত বর্তমান
  • ঘটমান বর্তমান
  • পুরাঘটিত বর্তমান

২. নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?

  • নানী দুধভাত খেতে পছন্দ করেন।
  • আমি এতক্ষণ একটানা অংক করেছি।
  • বাবা রোজ সকালে হাঁটতে যান।
  • তাঁর গ্রামের বাড়ি রংপুরে।

৩. ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে কোনটিতে?

  • তমা আর তিতলি গান গা
  • চিন্তা করো না, আমি কালই আসছি।
  • আজ দুপুরের রান্নাটা আমি করছি৷
  • দাউদাউ করে আগুন জ্বলছে।

৪. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?

  • এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
  • ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যাচ্ছিলো।
  • কলমটার কালি শেষ হয় নি।
  • আজ দুপুরে মেজো ফুপু বেড়াতে এসেছিলেন।

৫. "আমরা রোজ বিকেলে মাঠে খেলতে যেতাম।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ অতীত
  • নিত্যবৃত্ত অতীত
  • ঘটমান অতীত
  • পুরাঘটিত অতীত

৬. নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে কোনটিতে?

  • আমি যদি বাবা হতুম, বাবা হতো খোকা।
  • বিদ্যুৎ চলে গেছে।
  • কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।
  • শিকারি গুলি করে পাখিটাকে মেরে ফেললো।

৭. "আমরা মায়ের কাছে বসে পড়াশোনা করছিলাম।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ অতীত
  • নিত্যবৃত্ত অতীত
  • ঘটমান অতীত
  • পুরাঘটিত অতীত

৮. "বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ অতীত
  • নিত্যবৃত্ত অতীত
  • ঘটমান অতীত
  • পুরাঘটিত অতীত

৯. কোনটি ঘটমান অতীত কাল?

  • কাল সন্ধ্যায় ঝড়বৃষ্টি হচ্ছিলো।
  • গতকাল কলেজে যাই নি।
  • কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে।
  • নুরুলের বড় ভাই মুক্তিযুদ্ধে শহিদ হয়েছিলেন।

১০. নিচের কোন বাক্যে সাধারণ ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে?

  • আমরা আগামীকাল গ্রামের বাড়ি যাবো।
  • মনে হচ্ছে আজ বিকেলে ঝড় আসবে।
  • তোমরা হয়তো 'গল্পগুচ্ছ' পড়ে থাকবে।
  • আগামী সপ্তাহে প্রমার বড় ফুপু দেশে ফিরবেন।

১১. "তোমরা তখনও খেলাধুলা করতে থাকবে।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ ভবিষ্যৎ
  • ঘটমান ভবিষ্যৎ
  • পুরাঘটিত ভবিষ্যৎ
  • পুরাঘটিত বর্তমান

১২. "মিস্ত্রি নিশ্চয়ই ততক্ষণে এসে থাকবে।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ ভবিষ্যৎ
  • ঘটমান ভবিষ্যৎ
  • পুরাঘটিত ভবিষ্যৎ
  • ঘটমান বর্তমান

১৩. "সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আমাদের পরীক্ষার ফল ঘোষিত হবে।" কোন কালের উদাহরণ?

  • সাধারণ ভবিষ্যৎ
  • ঘটমান ভবিষ্যৎ
  • পুরাঘটিত ভবিষ্যৎ
  • পুরাঘটিত বর্তমান