যতি-১

যতি-১

১. কোন চিহ্নটি গণিতশাস্ত্রে ব্যবহৃত হয় না?

  • কোলন
  • বন্ধনী
  • কমা
  • বিন্দু

২. বাক্যের অভ্যন্তরে বিশেষ ব্যাখ্যা করার প্রয়োজন হলে কোন বিরামচিহ্নটি ব্যবহার করা হয়?

  • ত্রিবিন্দু চিহ্ন
  • হাইফেন
  • জিজ্ঞাসাচিহ্ন
  • বন্ধনী

৩. বাক্যের মাঝে প্রত্যক্ষ উক্তি নির্দেশ করতে কোন বিরামচিহ্নটি ব্যবহৃত হয়?

  • একক উদ্ধৃতিচিহ্ন
  • জোড় উদ্ধৃতিচিহ্ন
  • কমা
  • বন্ধনী

৪. বাক্যে জোড় উদ্ধৃতিচিহ্ন থাকলে কতক্ষণ বিরতি দিতে হয়?

  • ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
  • ১ (এক) বলার দ্বিগুণ সময়
  • ১ (এক) সেকেন্ড
  • বিরতির প্রয়োজন নেই

৫. কোন বাক্যে সকল বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?

  • বিটিভিতে আজ "বহুব্রীহি" দেখাবে।
  • কথায় বলে, অতি লোভে তাঁতি নষ্ট.
  • পলিদের ছাদের 'পরে আমগাছের ডাল নুয়ে এসেছে
  • ভাবছি, চাকরি পাব কবে।

৬. একক উদ্ধৃতিচিহ্নের ব্যবহার হয় না কখন?

  • উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতি থাকলে সেখানে
  • তত্ত্ব, ধারণা, সূত্র, মতবাদ ইত্যাদি উল্লেখে
  • বাক্যের মধ্যে প্রত্যক্ষ উক্তি নির্দেশ করতে
  • বাক্যের ভেতরে কোনো শব্দ বা বাক্যাংশকে আলাদাভাবে চিহ্নিত করতে

৭. ত্রিবিন্দু চিহ্ন ব্যবহার করা হয় কখন?

  • পাটিগণিতে 'সুতরাং' বোঝাতে
  • বাক্যের কোনো অংশ বিলোপ বা উল্লেখ না করার প্রয়োজনে
  • এক বাক্য শেষে আরেক বাক্য শুরুর আগে
  • শিরোনাম ও উপশিরোনামের মাঝে

৮. বাংলায় বিন্দুচিহ্নের ব্যবহার হয় না কোন ক্ষেত্রে?

  • শিক্ষাগত যোগ্যতাসূচক ডিগ্রির নাম সংক্ষেপ করতে
  • গণিতে দশমিক বোঝাতে
  • তারিখ লিখতে
  • বাক্যের মাঝে স্বল্প বিরতি বোঝাতে

৯. আধুনিক বাংলা ব্যাকরণে ঊর্ধ্বকমা ব্যবহারের নিয়ম অনুযায়ী কোনটি সঠিক?

  • এমন ক'রে বলতে নেই
  • মাথার 'পরে জ্বলছে রবি
  • ২১শে ফেব্রুয়ারি, '৫২
  • পরে যেয়ো 'খন

১০. বাংলা ব্যাকরণের ঊর্ধ্বকমা বা লোপ চিহ্নের অনুরূপ ইংরেজি ব্যাকরণের কোন বিরামচিহ্ন?

  • comma
  • apostrophe
  • quotation mark
  • full stop

১১. ঊর্ধ্বকমা ব্যবহারের পরে কতক্ষণ বিরতি দিতে হয়?

  • ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
  • ১ (এক) বলার দ্বিগুণ সময়
  • ১ (এক) সেকেন্ড
  • বিরতির প্রয়োজন নেই