যতি-১ ১. কোন চিহ্নটি গণিতশাস্ত্রে ব্যবহৃত হয় না? কোলন বন্ধনী কমা বিন্দু ২. বাক্যের অভ্যন্তরে বিশেষ ব্যাখ্যা করার প্রয়োজন হলে কোন বিরামচিহ্নটি ব্যবহার করা হয়? ত্রিবিন্দু চিহ্ন হাইফেন জিজ্ঞাসাচিহ্ন বন্ধনী ৩. বাক্যের মাঝে প্রত্যক্ষ উক্তি নির্দেশ করতে কোন বিরামচিহ্নটি ব্যবহৃত হয়? একক উদ্ধৃতিচিহ্ন জোড় উদ্ধৃতিচিহ্ন কমা বন্ধনী ৪. বাক্যে জোড় উদ্ধৃতিচিহ্ন থাকলে কতক্ষণ বিরতি দিতে হয়? ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ১ (এক) বলার দ্বিগুণ সময় ১ (এক) সেকেন্ড বিরতির প্রয়োজন নেই ৫. কোন বাক্যে সকল বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে? বিটিভিতে আজ "বহুব্রীহি" দেখাবে। কথায় বলে, অতি লোভে তাঁতি নষ্ট. পলিদের ছাদের 'পরে আমগাছের ডাল নুয়ে এসেছে ভাবছি, চাকরি পাব কবে। ৬. একক উদ্ধৃতিচিহ্নের ব্যবহার হয় না কখন? উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতি থাকলে সেখানে তত্ত্ব, ধারণা, সূত্র, মতবাদ ইত্যাদি উল্লেখে বাক্যের মধ্যে প্রত্যক্ষ উক্তি নির্দেশ করতে বাক্যের ভেতরে কোনো শব্দ বা বাক্যাংশকে আলাদাভাবে চিহ্নিত করতে ৭. ত্রিবিন্দু চিহ্ন ব্যবহার করা হয় কখন? পাটিগণিতে 'সুতরাং' বোঝাতে বাক্যের কোনো অংশ বিলোপ বা উল্লেখ না করার প্রয়োজনে এক বাক্য শেষে আরেক বাক্য শুরুর আগে শিরোনাম ও উপশিরোনামের মাঝে ৮. বাংলায় বিন্দুচিহ্নের ব্যবহার হয় না কোন ক্ষেত্রে? শিক্ষাগত যোগ্যতাসূচক ডিগ্রির নাম সংক্ষেপ করতে গণিতে দশমিক বোঝাতে তারিখ লিখতে বাক্যের মাঝে স্বল্প বিরতি বোঝাতে ৯. আধুনিক বাংলা ব্যাকরণে ঊর্ধ্বকমা ব্যবহারের নিয়ম অনুযায়ী কোনটি সঠিক? এমন ক'রে বলতে নেই মাথার 'পরে জ্বলছে রবি ২১শে ফেব্রুয়ারি, '৫২ পরে যেয়ো 'খন ১০. বাংলা ব্যাকরণের ঊর্ধ্বকমা বা লোপ চিহ্নের অনুরূপ ইংরেজি ব্যাকরণের কোন বিরামচিহ্ন? comma apostrophe quotation mark full stop ১১. ঊর্ধ্বকমা ব্যবহারের পরে কতক্ষণ বিরতি দিতে হয়? ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ১ (এক) বলার দ্বিগুণ সময় ১ (এক) সেকেন্ড বিরতির প্রয়োজন নেই কুইজ সমাপ্ত করুন