কর্মধারয় সমাস-২ ১. বিরানব্বই = দুই অধিক নব্বই। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ২. কুসুমকোমল = কুসুমের ন্যায় কোমল। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ৩. আয়কর = আয়ের ওপর কর। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ৪. জ্যোৎস্নারাত - শব্দটির ব্যাসবাক্য ও সমাস চিহ্নিত করো রাত জ্যোৎস্নার ন্যায় - উপমিত কর্মধারয় জ্যোৎস্না রূপ রাত - রূপক কর্মধারয় জ্যোৎস্না শোভিত রাত - মধ্যপদলোপী কর্মধারয় জ্যোৎস্না যে রাত - সাধারণ কর্মধারয় ৫. জয়পতাকা শব্দটির ব্যাসবাক্য ও সমাস চিহ্নিত করো জয় সূচক পতাকা - মধ্যপদলোপী কর্মধারয় জয় যে পতাকা - সাধারণ কর্মধারয় জয়ের জন্যে পতাকা - চতুর্থী তৎপুরুষ জয় ও পতাকা - দ্বন্দ্ব সমাস ৬. বকধার্মিক = বকের ন্যায় ধার্মিক। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ৭. পলান্ন = পল মিশ্রিত অন্ন। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত মধ্যপদলোপী রূপক ৮. চাঁদমুখ = চাঁদ রূপ মুখ। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ৯. সন্ধ্যাপ্রদীপ = সন্ধ্যায় জ্বালানো প্রদীপ। কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ১০. সোনামুখ = মুখ সোনার ন্যায়৷ কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ১১. মুখপদ্ম = মুখ পদ্মের ন্যায়৷ কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত রূপক মধ্যপদলোপী ১২. শ্বাপদ = শ্ব যে পদ৷ কোন কর্মধারয় সমাস? উপমান উপমিত সাধারণ মধ্যপদলোপী ১৩. অনুগামী বা সহচর শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস কোনটি? ঘর-বাড়ি দেখা-শোনা কাপড়চোপড় টাকাকড়ি কুইজ সমাপ্ত করুন