ক্রিয়া ১. ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়া কত প্রকার? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ২. নিচের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার দেখা যাচ্ছে? দাদু আগামীকাল আসবেন। বাবা রান্নাঘরে চা বানাচ্ছেন৷ আমি চা খেয়ে পড়তে বসবো। কাল কলেজ বন্ধ ছিলো। ৩. বাংলা অসমাপিকা ক্রিয়ার রূপশ্রেণি কয়টি? ২ টি ৩ টি ৪ টি ৫ টি ৪. নিচের কোনটি অসমাপিকা ক্রিয়ার একটি উদাহরণ নয়? আপনি এসে সে গান গাইবে তিনি সূর্যোদয় দেখে বাবার কথা শুনলে ৫. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়া কয় প্রকার? ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৬ প্রকার ৬. নিচের কোন বাক্যে দ্বিকর্মক ক্রিয়া দেখা যাচ্ছে? শিক্ষক ছাত্রকে কলমটি দিলেন৷ মা পত্রিকা পড়ছেন। তিথি ঘুমাচ্ছে। লোকটা তোমাকে খুঁজছিলো। ৭. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়ার শ্রেণি নয় কোনটি? সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া নামধাতুজ ক্রিয়া প্রযোজক ক্রিয়া ৮. কোন সংজ্ঞাটি অশুদ্ধ? কর্মপদযুক্ত ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলা হয়। বাক্যের অন্তর্গত যে ক্রিয়া কোনো কর্ম গ্রহণ করে না, তাকে অকর্মক ক্রিয়া বলা হয়। বাক্যস্থিত যে ক্রিয়া দুটি কর্ম গ্রহণ করে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়। কর্ম কর্তাকে দিয়ে যে ক্রিয়া করায় তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। ৯. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে? আমার মাথা ঝিমঝিম করছে। সাপটি ফোঁসফোঁস করছিলো। সে আমটি খেয়ে ফেলেছে। তোমার সাফল্যে আনন্দিত হলাম। কুইজ সমাপ্ত করুন