বাক্যের শ্রেণিবিভাগ ১. ভাবানুসারে বাক্য প্রধানত কত প্রকার? ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৬ প্রকার ২. গঠন অনুসারে বাক্য কত প্রকার? ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার ৬ প্রকার ৩. "আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার 'পরে।" বাক্যটি কোন অর্থ প্রকাশক? নির্দেশাত্মক প্রার্থনাসূচক অনুজ্ঞাসূচক আবেগসূচক ৪. "বইটা সম্ভবত হারিয়ে গেছে।", কোন জাতীয় বাক্য? নির্দেশাত্মক ইচ্ছাবাচক অনুজ্ঞাসূচক সংশয়সূচক ৫. "তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না", কী জাতীয় বাক্য? আবেগসূচক ইচ্ছাবাচক অনুজ্ঞাসূচক কার্যকারণবাচক ৬. কোনটি কার্যকারণাত্মক বাক্য? অধ্যাপক জাহাঙ্গীর সকলের কাছেই সম্মানিত। তোমার মঙ্গল হোক। পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। বাবা মনে হয় এখনও পৌঁছান নি। ৭. বিস্ময়সূচক বাক্য কোনটি? বাংলাদেশ চিরজীবী হোক। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। অনিকেত প্রান্তর গানটা অনেক লম্বা। কী সুন্দর কণ্ঠ তোমার! ৮. "এত বড় অন্যায় হয়ে গেলো আর তুমি দেখেও কিছু বললে না!", কোন জাতীয় বাক্য? অনুজ্ঞাবাচক আবেগসূচক সন্দেহবাচক নির্দেশাত্মক ৯. ইচ্ছাসূচক বাক্যের উদাহরণ কোনটি? আমি যদি বাবা হতুম, বাবা হতো খোকা। ভালো একটা চাকরি হোক তোমার। তোমাকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। আহা কী আনন্দ আকাশে বাতাসে! ১০. প্রার্থনা বুঝিয়েছে নিচের কোনটিতে? তুমি গান না গাইলে আসর জমবে না। আর কখনও মিথ্যা বলবে না। সৃষ্টিকর্তা তোমাকে দীর্ঘায়ু করুন। পরীক্ষা পিছিয়ে যাবে মনে হচ্ছে। কুইজ সমাপ্ত করুন