বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম

১. কোন নিয়মটি বাংলা একাডেমি প্রণীত বানানের নিয়ম নয়?

  • রেফ- এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না
  • বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে
  • শব্দের শেষে বিসর্গ থাকবে না
  • যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয়ই শুদ্ধ সেসব শব্দে ঈ- কার এবং ঊ- কারই ব্যবহার করতে হবে

২. কোন বানানটি শুদ্ধ?

  • ঊর্ধ্ব
  • সোনালী
  • ধমনী
  • প্রতিযোগীতা

৩. বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের সূত্র নয় কোনটি?

  • পদাশ্রিত নির্দেশক 'টি'তে ই-কার হবে
  • সকল অতৎসম শব্দে কেবল ই এবং উ এবং এদের কার চিহ্ন ি ও ু ব্যবহৃত হবে
  • অতৎসম শব্দের বানানে অনুস্বার (ং) ব্যবহৃত হবে না
  • অতৎসম শব্দের বানানে 'ণ' ব্যবহৃত হবে ন

৪. কোন বানানটি ঠিক?

  • লণ্ডন
  • রানি
  • ঊযূ
  • স্ট্রীট

৫. নিচের কোন বানানটি নির্ভুল?

  • পূর্বপরিচিত
  • রবি বার
  • না-বালক
  • করিনা

৬. নির্ভুল বানানটি চিহ্নিত করো।

  • কাল-ও
  • আজও
  • আজ-ই
  • কাল ই

৭. নিচের কোন বাক্যে ভুল বানান আছে?

  • মদীনা স্টিল ওয়ার্কস একটি প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান।
  • চট্টগ্রাম স্টীল মিলস লোকসান কাটিয়ে উঠেছে।
  • কোনটিতেই বানানের ভুল নেই।
  • দুটিতেই ভুল বানান আছে।

৮. নিচের ক্রিয়াপদগুলোর মধ্যে কোন বানানটি বর্তমানে বর্জিত?

  • করাচ্ছিলেন
  • ক'রে (ঊর্ধ্ব-কমা বর্জনীয়)
  • করিয়া
  • করানো