যতি-২

যতি-২

১. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রবর্তক কে?

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রাজা রামমোহন রায়
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • হরপ্রসাদ শাস্ত্রী

২. বাংলা ভাষায় ব্যবহৃত অধিকাংশ বিরাম চিহ্ন কোন ভাষার ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে?

  • ফারসি
  • উর্দু
  • ইংরেজি
  • গ্রীক

৩. কোনটি বিরাম চিহ্নের উদ্দেশ্য নয়?

  • শ্বাসবিরতি নির্দেশ করা
  • লিখিত ভাষার অর্থ বুঝতে সহায়তা করা
  • বাক্যের আকার সংক্ষিপ্ত করা
  • বাক্যের সুর ও বক্তার মেজাজকে স্পষ্ট করা

৪. যতিচিহ্ন কোন কাজটি করে না?

  • বাক্যের সমাপ্তি নির্দেশ
  • বাক্যাংশ আলাদা করা
  • বক্তব্য উপস্থাপন
  • নতুন শব্দ গঠন

৫. কোন বিরামচিহ্নটি বাংলা গদ্যে আগে থেকেই প্রচলিত ছিলো?

  • দাঁড়ি
  • কমা
  • সেমিকোলন
  • প্রশ্নচিহ্ন

৬. নিচের কোন যতিচিহ্নটি বাক্যের শেষে বসে?

  • কমা
  • বিস্ময়চিহ্ন
  • উদ্ধৃতিচিহ্ন
  • বন্ধনী চিহ্ন

৭. বিরতির প্রয়োজন হয় না নিচের কোন যতিচিহ্নে?

  • দাঁড়ি
  • কমা
  • লোপ চিহ্ন
  • ড্যাশ

৮. নিচের কোনটি বহুল ব্যবহৃত যতিচিহ্ন?

  • কমা
  • দুই দাঁড়ি
  • কোলন ড্যাশ
  • বন্ধনী চিহ্ন

৯. কোন বাক্যটিতে বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?

  • তিনি আমাকে জিজ্ঞেস করলেন 'তোমার নাম কী!'
  • এখানে ময়লা ফেলবেন, না ফেললে জরিমানা করা হবে
  • আমার কপালেরই দোষ।।
  • মা, তুমি কি চা খাবে?

১০. বিরামচিহ্নের যথাযথ প্রয়োগ ঘটে নি কোন বাক্যটিতে?

  • ছিঃ! ছিঃ! তোমাকে ভালো মানুষ ভাবতাম৷
  • আচ্ছা, ভেবে দেখবো তোমার প্রস্তাবটা।
  • শিক্ষক বললেন 'আগামীকাল পরীক্ষা হবে না। '
  • কাজটা শেষ করেছ?