উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-৪

উপসর্গের প্রকারভেদ - খাঁটি বাংলা উপসর্গ-৪

১. 'সু' উপসর্গ যোগে গঠিত হয় নি কোন শব্দটি?

  • সুনাম
  • সুকাজ
  • সুলুক
  • সুদিন

২. খাঁটি বাংলা উপসর্গ 'হা' অভাব অর্থে কোনো ধাতু অথবা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। নিচের কোনটি 'হা' উপসর্গযোগে গঠিত নয়?

  • হাপিত্যেশ
  • হাঘরে
  • হাতুড়ে
  • হাভাতে

৩. কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম দুই ক্ষেত্রেই দেখা যায়?

  • হা, অব, নির, উন
  • আ, সু, বি, নি
  • আ, সা, হা, অতি
  • বি, অ, আ, সম

৪. কোন শব্দটি খাঁটি বাংলা 'নি' উপসর্গযোগে গঠিত?

  • নিলাজ
  • নির্ধারণ
  • নিপীড়ন
  • নিকৃষ্ট

৫. তৎসম 'আ' উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?

  • আধোয়া
  • আকণ্ঠ
  • আকাঁড়া
  • আলুনি

৬. সংস্কৃত 'বি' উপসর্গযোগে কোন শব্দটি গঠিত হয়েছে?

  • বিকর্ষণ
  • বিভুঁই
  • বিপথ
  • বিফল

৭. খাঁটি বাংলা উপসর্গ 'সু' যুক্ত হয়ে গঠিত শব্দ কোনটি?

  • সুলভ
  • সুগম
  • সুকাজ
  • সুকৃতি