বানান সম্পর্কিত জ্ঞানের প্রয়োজনীয়তা ১. বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠানটি? কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ২. বাংলা বানান পদ্ধতি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা কোনটি? বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় 'ষ' লেখা যাবে না বানানে যে বর্ণে রেফ থাকবে, সেই বর্ণে দ্বিত্ব হবে অতৎসম শব্দের বানানে 'ণ' হবে না যে কোনো ভাষা ও জাতির নাম লিখতে ই-কার দেওয়া সমীচীন ৩. বানানের সুনির্ধারিত নিয়ম প্রয়োজন কেন? আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠা পেতে ব্যাকরণ মেনে চলতে যোগাযোগ দক্ষতা বাড়াতে ভাষার বিভ্রান্তি এড়াতে কুইজ সমাপ্ত করুন