শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

শব্দের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. বাহুল্যদোষে অশুদ্ধ কোনটি?

  • আরক্তিম
  • বিভিষিকা
  • অহর্নিশি
  • ঐক্যমত

২. বাহুল্যজনিত অশুদ্ধ শব্দ কোনটি?

  • যদ্যপি
  • স্বাগত
  • সময়কাল
  • বিবিধ

৩. কোন শব্দটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ হলেও বহুল ব্যবহৃত?

  • বিবদমান
  • একত্রিত
  • চূষ্য
  • ঘূর্ণায়মান

৪. অশুদ্ধ নয় কোনটি?

  • বৈষম্যতা
  • সখ্যতা
  • মৌনতা
  • মিত্রতা

৫. নিচের একটি শব্দ ভুল বানানে প্রচলিত। শব্দটি কী?

  • স্মরণী
  • অশ্বত্থ
  • স্বত্ব
  • বৈচিত্র‍্য

৬. সঠিক শব্দটি বাছাই করো।

  • অনাটন
  • পৃথগন্ন
  • বাগীশ্বরী
  • দুরাদৃষ্ট

৭. কোন শব্দটি অশুদ্ধ?

  • মনোবৃত্তি
  • মনোনিবেশ
  • মনোহরিণী
  • মনঃক্ষুণ্ন

৮. উপর্যুপরি শব্দটি কি সঠিক? না হলে সঠিক কোনটি?

  • শব্দটি সঠিক
  • উপরিউপরি
  • উপরিপরি
  • উপরউপরি

৯. সঠিক বানান কোনটি?

  • বিষন্ন
  • বিষণ্ব
  • বিষণ্ণ
  • বিষন্ব