প্রত্যয় যোগে শব্দ গঠন-১ ১. সম্রাট শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ চিহ্নিত করো সম্ + √রাজ্ সম্ + √রাজ্ + √ক্বিপ্ সম্ + √রাজ্ + ক্বিপ্ √সম্ + √রাজ্ + ক্বিপ্ ২. জেলে শব্দটির প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ কোনটি? জেলে = জাল + উয়া জেলে = জাল + ইয়া জেলে = জল + ইয়া জেলে = জল + উয়া ৩. কোনটি বিদেশি প্রত্যয় সাধিত শব্দ? ডাক্তারি তবলচি লালচে জুয়াড়ি ৪. অপত্য বা সন্তান অর্থে বিশেষ্য গঠিত হয়েছে কোনটিতে? সর্বজন + ঈন = সর্বজনীন দশরথ + ই = দাশরথি জল + ঈয় = জলীয় নীতি + ইক = নৈতিক ৫. কোনটি সঠিক নয়? সাজুনি = সাজ + উনি গাইয়ে = √গা + ইয়ে ফলাও = √ফল্ + আও ভিখারি = ভিখ্ + আরি ৬. কর্তা শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? √কৃ + তন √কৃ + তাচ √কৃ + তা √কৃ + ত্র ৭. সঠিক প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ নয় কোনটি? পার্থিব = পৃথিবী + য পানীয় = √পান্ + ঈয় লোনা = লুন + আ জ্যান্ত = √জী + অন্ত ৮. সঠিক প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ নয় কোনটি? আর্থিক = অর্থ + ইক সৌন্দর্য = সুন্দর + য পানসে = √পান্ + সে মৃন্ময় = মৃৎ + ময় ৯. মন্ত্রী শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? মনন + ত্রি মন্ত্র + ঈ √মন্ত্র্ + ঈন √মন্ত্র্ + ইন ১০. ঘাতক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? √হন্ + তক √ঘৃণ + তক √ঘৃণ + অক √হন্ + অক ১১. কর্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ কোনটি? √কর্ + তব্য √কৃ + তব্য √কৃত + ব্য √কৃত + য ১২. প্রত্যয় সাধিত কোন শব্দটি বিশেষণ? রাবণি আদিম গরিমা মনুষ্যত্ব ১৩. প্রত্যয় সাধিত কোন শব্দটি বিশেষ্য? হিজড়া দাক্ষিণাত্য ঊর্ধ্বতন ফেনিল কুইজ সমাপ্ত করুন