যতির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

যতির মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শব্দ প্রয়োগ

১. যতিচিহ্নের অপপ্রয়োগের ফলে ভুল হয়েছে কোন বাক্যটি?

  • এখানে ধূমপান নিষেধ।
  • দেয়ালে পোস্টার লাগাবেন না, লাগালে জরিমানা৷
  • আপনি সিসিটিভি'র আওতাধীন আছেন।
  • আপনি সিসিটিভি'র আওতাধীন আছেন।

২. কোন বাক্যটিতে বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?

  • এখানে ময়লা ফেলবেন, না ফেললে জরিমানা।
  • কাল থেকে এই মাঠে মেলা বসবে।
  • বাড়ি নং ৮; রাস্তা নং ১৭; নাজিরাবাজার।
  • কুকুর হতে, সাবধান কর্তৃপক্ষ!