ষত্ব বিধান

ষত্ব বিধান

১. কোন নিয়মটি ষত্ব বিধানের অন্তর্গত নয়?

  • তৎসম শব্দে রেফ এর পরে মূর্ধন্য-ষ হয়
  • ঋ এবং ঋ- কারের পরে মূর্ধন্য-ষ হয়
  • ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পরে কয়েকটি ক্ষেত্রে মূর্ধন্য-ষ হয়
  • সংস্কৃত 'সাৎ' প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয়ে যায়

২. কোন বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য-ষ যুক্ত হয়?

  • ক-বর্গীয়
  • ট-বর্গীয়
  • চ-বর্গীয়
  • ত-বর্গীয়

৩. কোন শব্দের বানানেই কেবল মূর্ধন্য-ষ এর প্রয়োগ হয়?

  • দেশি
  • তৎসম
  • বিদেশি
  • তদ্ভব

৪. মূর্ধন্য-ষ এর অপপ্রয়োগ হয়েছে কোন বানানে?

  • পুরষ্কার
  • বন্ধুবরেষু
  • বিষম
  • তুষ

৫. স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে নিচের কোন শব্দে?

  • দৃষ্টি
  • মানুষ
  • কাষ্ঠ
  • বর্ষণ

৬. নিত্য মূর্ধন্য-ষ এর উদাহরণ নয় কোনটি?

  • ষড়ঋতু
  • কোষ
  • ভূষণ
  • ঋষি

৭. ইংরেজি st ধ্বনির প্রতিবর্ণীকরণে কোন যুক্তবর্ণ ব্যবহৃত হয়?

  • স্ট
  • ষ্ট
  • স্ত
  • স্থ

৮. বিদেশাগত শব্দগুলির মধ্যে কোনটির বানান ভুল?

  • খ্রিষ্ট (ভুল নয়, ব্যতিক্রম)
  • পোষাক (ফারসি শব্দ। শ হবে)
  • নাখোশ
  • স্টেশন

৯. নিচের কোন শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার ভুল?

  • মহিষ
  • ঘোষণা
  • মিষ্টান্ন
  • তোষক

১০. ই বা উ কারান্ত উপসর্গের পর ধাতুর ‘স’ ষ হয় - এই নিয়মটির প্রয়োগ ঘটেছে -

  • আকৃষ্ট
  • অভিষঙ্গ
  • নষ্ট
  • অষ্টাদশী