হিসাববিজ্ঞান পরিচিতি-১ ১. হিসাববিজ্ঞানকে কী বলা হয়? ব্যবসায়ের চালিকাশক্তি ব্যবসায়েল ভাষা ব্যবসায়ের চাবি ব্যবসায়ের দর্পণ ২. হিসাববিজ্ঞান কী? তথ্য ব্যবস্থা গণনা ব্যবস্থা দু’তরফা দাখিলা একতরফা দাখিলা ৩. হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করে? সুনাম অর্জনের ক্ষেত্রে মূলধন সংগ্রহের ক্ষেত্রে মুনাফা অর্জনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে ৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা নিরুফনে কোনটি সর্বাধিক প্রযোজন? লেনদেন চিহ্নিতকরণ লেনদেন লিপিবদ্ধকরণ লেনদেন শ্রেণিবদ্ধকরণ রেওয়ামিল বিশ্লেষণ ৫. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কী? ফলাফ নির্ণয় লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ আর্থিক অবস্থা নিরুপণ অর্থনৈতিক তথ্য পরিবেশন ৬. হিসাববিজ্ঞানের কর্মক্ষেত্রকে কী বলা হয়? আওতা পরিধি সীমা ক্ষেত্র ৭. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ- i, শিক্ষা প্রতিষ্ঠান ii. বিজ্ঞাপনী সংস্থা iii. সামাজিক সংঘ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য- i. আর্থিক ফলাফল নিরুপণ ii. আর্থিক অবস্থা নিরুপণ iii. মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. একটি নির্দিষ্ট সময় শেষে প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে- i. আর্থিক কার্যাবলির ফলাফল জানতে ii. লাভের পরিমাণ বৃদ্ধি করতে iii. আর্থিক বিবরণীর তথ্য জানতে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব ফরিদ একজন মনিহারী দোকানদার। তার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার লেনদেন সংঘটিত হয়। এ লেনদেনগুলো জনাব ফরিদ তার হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন। মাস শেষে তিনি লেনদেনের হিসাব নিকাশ করে মুনাফা নির্ণয় করেন। জনাব ফরিদ কোন ধরনের ঘটনা হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন? আর্থিক ঘটনা অনার্থিক ঘটনা সকল ঘটনা নগদ লেনদেন কুইজ সমাপ্ত করুন