হিসাববিজ্ঞান পরিচিতি-১

হিসাববিজ্ঞান পরিচিতি-১

১. হিসাববিজ্ঞানকে কী বলা হয়?

  • ব্যবসায়ের চালিকাশক্তি
  • ব্যবসায়েল ভাষা
  • ব্যবসায়ের চাবি
  • ব্যবসায়ের দর্পণ

২. হিসাববিজ্ঞান কী?

  • তথ্য ব্যবস্থা
  • গণনা ব্যবস্থা
  • দু’তরফা দাখিলা
  • একতরফা দাখিলা

৩. হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করে?

  • সুনাম অর্জনের ক্ষেত্রে
  • মূলধন সংগ্রহের ক্ষেত্রে
  • মুনাফা অর্জনের ক্ষেত্রে
  • সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে

৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা নিরুফনে কোনটি সর্বাধিক প্রযোজন?

  • লেনদেন চিহ্নিতকরণ
  • লেনদেন লিপিবদ্ধকরণ
  • লেনদেন শ্রেণিবদ্ধকরণ
  • রেওয়ামিল বিশ্লেষণ

৫. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কী?

  • ফলাফ নির্ণয়
  • লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
  • আর্থিক অবস্থা নিরুপণ
  • অর্থনৈতিক তথ্য পরিবেশন

৬. হিসাববিজ্ঞানের কর্মক্ষেত্রকে কী বলা হয়?

  • আওতা
  • পরিধি
  • সীমা
  • ক্ষেত্র

৭. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ- i, শিক্ষা প্রতিষ্ঠান ii. বিজ্ঞাপনী সংস্থা iii. সামাজিক সংঘ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য- i. আর্থিক ফলাফল নিরুপণ ii. আর্থিক অবস্থা নিরুপণ iii. মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. একটি নির্দিষ্ট সময় শেষে প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে- i. আর্থিক কার্যাবলির ফলাফল জানতে ii. লাভের পরিমাণ বৃদ্ধি করতে iii. আর্থিক বিবরণীর তথ্য জানতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব ফরিদ একজন মনিহারী দোকানদার। তার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার লেনদেন সংঘটিত হয়। এ লেনদেনগুলো জনাব ফরিদ তার হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন। মাস শেষে তিনি লেনদেনের হিসাব নিকাশ করে মুনাফা নির্ণয় করেন। জনাব ফরিদ কোন ধরনের ঘটনা হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন?

  • আর্থিক ঘটনা
  • অনার্থিক ঘটনা
  • সকল ঘটনা
  • নগদ লেনদেন