মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-২ ১. অভিকর কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় মূলধন জাতীয় অপরিচালন ২. ‘মূলধনের সুদ’ কোন ব্যয়ের অন্তর্গত? মুলধন জাতীয় মুনাফা জাতীয় পরিচালন বিলম্বিত মুনাফা জাতীয় ৩. মুনাফা জাতীয় আয় বহিভূর্ত? প্রাপ্ত কমিশন প্রাপ্ত বাট্টা প্রাপ্ত ভাড়া সম্পত্তি বিক্রয়ের অর্থ ৪. মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশ বর্তমান হিসাব বছর সংক্রান্ত তাকে কজী বলা হয়? মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতয়ি ব্যয় মুনাফা জাতীয় আয় ৫. মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে- i. স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায় ii. টাকার অংক অপেক্ষাকৃত বড় হয় iii. নিয়মিত সংঘটিত হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. আনয়ন ভাড়া ৭,৫০০ টাকা, যার মধ্যে ২,৫০০ টাকা নতুন সিমেন্ট মিকচার আনয়নের জন্য প্রয়োজ্য। এখানে- i. মুনাফা জাতীয় ব্যয় ৭,৫০০ টাকা ii. মুনাফা জাতীয় ব্যয় ৫,০০০ টাকা iii. মূলধন জাতীয় ব্যয় ২,৫০০ টাকা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শিক্ষানবিশ সেলামী বাবদ বর্তমান বছরে ১৪,০০০ টাকা পাওয়া গেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা আগামী বছর সংক্রান্ত। চলতি বছরের মুনাফা জাতীয় আয় কত? ১৯,০০০ টাকা ১৪,০০০ টাকা ৯,০০০ টাকা ৫,০০০ টাকা ৮. উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: যাত্রাবাড়ির ডেমরা রোডে BD লি. একটি সাইনবোর্ড লাগালো এবং রাজউক-এর সাথে চুক্তি হলো যে, উক্ত বিজ্ঞাপন ৪ বছর যাবৎ থাকবে যার ব্যয় হয় ১,৮০,০০০ টাকা। এক্ষেত্রে প্রথম বছরে মুনাফা জাতীয় ব্যয় কত? ৪০,০০০ টাকা ৪৫,০০০ টাকা ৫০,০০০ টাকা ১,৮০,০০০ টাকা ৯. উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: যাত্রাবাড়ির ডেমরা রোডে BD লি. একটি সাইনবোর্ড লাগালো এবং রাজউক-এর সাথে চুক্তি হলো যে, উক্ত বিজ্ঞাপন ৪ বছর যাবৎ থাকবে যার ব্যয় হয় ১,৮০,০০০ টাকা। দ্বিতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপন কত হবে? ৪৫,০০০ টাকা ৯০,০০০ টাকা ১,৩৫,০০০ টাকা ১,৬০,০০০ টাকা ১০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শিক্ষানবিশ সেলামী বাবদ বর্তমান বছরে ১৪,০০০ টাকা পাওয়া গেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা আগামী বছর সংক্রান্ত। এ খাতে এ বছরের মুনাফা জাতীয় প্রাপ্তি কত? ১৯,০০০ টাকা ১৪,০০০ টাকা ৯,০০০ টাকা ৫,০০০ টাকা কুইজ সমাপ্ত করুন