মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-২

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-২

১. অভিকর কোন জাতীয় ব্যয়?

  • মুনাফা জাতীয়
  • বিলম্বিত মুনাফা জাতীয়
  • মূলধন জাতীয়
  • অপরিচালন

২. ‘মূলধনের সুদ’ কোন ব্যয়ের অন্তর্গত?

  • মুলধন জাতীয়
  • মুনাফা জাতীয়
  • পরিচালন
  • বিলম্বিত মুনাফা জাতীয়

৩. মুনাফা জাতীয় আয় বহিভূর্ত?

  • প্রাপ্ত কমিশন
  • প্রাপ্ত বাট্টা
  • প্রাপ্ত ভাড়া
  • সম্পত্তি বিক্রয়ের অর্থ

৪. মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশ বর্তমান হিসাব বছর সংক্রান্ত তাকে কজী বলা হয়?

  • মুনাফা জাতীয় ব্যয়
  • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
  • মূলধন জাতয়ি ব্যয়
  • মুনাফা জাতীয় আয়

৫. মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে- i. স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায় ii. টাকার অংক অপেক্ষাকৃত বড় হয় iii. নিয়মিত সংঘটিত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. আনয়ন ভাড়া ৭,৫০০ টাকা, যার মধ্যে ২,৫০০ টাকা নতুন সিমেন্ট মিকচার আনয়নের জন্য প্রয়োজ্য। এখানে- i. মুনাফা জাতীয় ব্যয় ৭,৫০০ টাকা ii. মুনাফা জাতীয় ব্যয় ৫,০০০ টাকা iii. মূলধন জাতীয় ব্যয় ২,৫০০ টাকা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শিক্ষানবিশ সেলামী বাবদ বর্তমান বছরে ১৪,০০০ টাকা পাওয়া গেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা আগামী বছর সংক্রান্ত। চলতি বছরের মুনাফা জাতীয় আয় কত?

  • ১৯,০০০ টাকা
  • ১৪,০০০ টাকা
  • ৯,০০০ টাকা
  • ৫,০০০ টাকা

৮. উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: যাত্রাবাড়ির ডেমরা রোডে BD লি. একটি সাইনবোর্ড লাগালো এবং রাজউক-এর সাথে চুক্তি হলো যে, উক্ত বিজ্ঞাপন ৪ বছর যাবৎ থাকবে যার ব্যয় হয় ১,৮০,০০০ টাকা। এক্ষেত্রে প্রথম বছরে মুনাফা জাতীয় ব্যয় কত?

  • ৪০,০০০ টাকা
  • ৪৫,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা
  • ১,৮০,০০০ টাকা

৯. উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: যাত্রাবাড়ির ডেমরা রোডে BD লি. একটি সাইনবোর্ড লাগালো এবং রাজউক-এর সাথে চুক্তি হলো যে, উক্ত বিজ্ঞাপন ৪ বছর যাবৎ থাকবে যার ব্যয় হয় ১,৮০,০০০ টাকা। দ্বিতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপন কত হবে?

  • ৪৫,০০০ টাকা
  • ৯০,০০০ টাকা
  • ১,৩৫,০০০ টাকা
  • ১,৬০,০০০ টাকা

১০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শিক্ষানবিশ সেলামী বাবদ বর্তমান বছরে ১৪,০০০ টাকা পাওয়া গেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা আগামী বছর সংক্রান্ত। এ খাতে এ বছরের মুনাফা জাতীয় প্রাপ্তি কত?

  • ১৯,০০০ টাকা
  • ১৪,০০০ টাকা
  • ৯,০০০ টাকা
  • ৫,০০০ টাকা