মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-১ ১. ১,০০,০০০ টাকায় মেশিন ক্রয় করে ব্যবহার উপযোগী না হওয়ায় ১,০৫,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন জাতীয় আয় কত হবে? ৫,০০০ টাকা ১,০৫,০০০ টাকা ১,০০,০০০ টাকা ৬০,০০০ টাকা ২. একটি যন্ত্র ৫০,০০০ টাকায় ক্রয় করে ৬০,০০০ টাকা বিক্রয় করলে মূলধন জাতীয় আয় কত? ১০,০০০ টাকা ২০,০০০ টাকা ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা ৩. প্রাঙ্গন উন্নয়ন কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় মুনাফা জাতীয় মূলধনায়িত বিলম্বিত মুনাফা জাতীয় ৪. কোনটি মূলধন জাতীয় ব্যয়? বৈদ্যুতিক খরচ ড্রিলিং মেশিন ক্রয় যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত বিলম্বিত বিজ্ঞাপন ৫. সুশীল বিক্রয়ের উদ্দেশ্যে একটি গাড়ি ক্রয় করলেন। এটি কোন জাতীয় লেনদেন? মুলধন জাতীয় ব্যক্তিগত লেনদেন মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন ৬. মি. রফিক ৫ বছর পূর্বে ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। তিনি প্রতি বছরে ১৫% অবচয় ধার্য করেন। চলতি বছরে আসবাবপত্রটি ৭০,০০০ টাকায় বিক্রয় করলে মি. রফিকের মূলধন জাতীয় লাভ বা ক্ষতি কত? লাভ ২,৩০,০০০ টাকা ক্ষতি ২,৩০,০০০ টাকা ক্ষতি ২,২৫,০০০ টাকা ক্ষতি ৫,০০০ টাকা ৭. কারবারের স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য যে ব্যয় হয় তাকে কী বলা হয়? কারবারি ব্যয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৮. মূলধন জাতীয় ব্যয় হচ্ছে- i. কলকব্জা ও সংস্থাপন ব্যয় ii. ট্রেডমার্ক iii. সুনামের অবলোপন নিচের কোনটি সঠিক? i ii i ও ii i, ii ও iii ৯. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে- i. মূলধন জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. মূলধন জাতীয় আয় হলো- i. মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ ii. অনিয়মিত লেনদেন iii. স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন