মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-১

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-১

১. ১,০০,০০০ টাকায় মেশিন ক্রয় করে ব্যবহার উপযোগী না হওয়ায় ১,০৫,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন জাতীয় আয় কত হবে?

  • ৫,০০০ টাকা
  • ১,০৫,০০০ টাকা
  • ১,০০,০০০ টাকা
  • ৬০,০০০ টাকা

২. একটি যন্ত্র ৫০,০০০ টাকায় ক্রয় করে ৬০,০০০ টাকা বিক্রয় করলে মূলধন জাতীয় আয় কত?

  • ১০,০০০ টাকা
  • ২০,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা
  • ৬০,০০০ টাকা

৩. প্রাঙ্গন উন্নয়ন কোন জাতীয় ব্যয়?

  • মূলধন জাতীয়
  • মুনাফা জাতীয়
  • মূলধনায়িত
  • বিলম্বিত মুনাফা জাতীয়

৪. কোনটি মূলধন জাতীয় ব্যয়?

  • বৈদ্যুতিক খরচ
  • ড্রিলিং মেশিন ক্রয়
  • যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত
  • বিলম্বিত বিজ্ঞাপন

৫. সুশীল বিক্রয়ের উদ্দেশ্যে একটি গাড়ি ক্রয় করলেন। এটি কোন জাতীয় লেনদেন?

  • মুলধন জাতীয়
  • ব্যক্তিগত লেনদেন
  • মুনাফা জাতীয়
  • বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন

৬. মি. রফিক ৫ বছর পূর্বে ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। তিনি প্রতি বছরে ১৫% অবচয় ধার্য করেন। চলতি বছরে আসবাবপত্রটি ৭০,০০০ টাকায় বিক্রয় করলে মি. রফিকের মূলধন জাতীয় লাভ বা ক্ষতি কত?

  • লাভ ২,৩০,০০০ টাকা
  • ক্ষতি ২,৩০,০০০ টাকা
  • ক্ষতি ২,২৫,০০০ টাকা
  • ক্ষতি ৫,০০০ টাকা

৭. কারবারের স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য যে ব্যয় হয় তাকে কী বলা হয়?

  • কারবারি ব্যয়
  • মুনাফা জাতীয় ব্যয়
  • মূলধন জাতীয় ব্যয়
  • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

৮. মূলধন জাতীয় ব্যয় হচ্ছে- i. কলকব্জা ও সংস্থাপন ব্যয় ii. ট্রেডমার্ক iii. সুনামের অবলোপন নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও ii
  • i, ii ও iii

৯. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে- i. মূলধন জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. মূলধন জাতীয় আয় হলো- i. মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ ii. অনিয়মিত লেনদেন iii. স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii